বাংলাদেশ আনসারের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু ৪২ তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতা। গতকাল প্রতিযোগিতার শেষ দিনে আরো ৫টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার। ফলে ১০টি স্বর্ণ, ৬টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ পদক সহ মোট ১৯টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। তাদের সাথে কঠিন লড়াই করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা ৭টি স্বর্ণ, ৮টি রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ পদক সহ ১৬টি পদক নিয়ে রানার্স হয়েছে বিজিবি। তৃতীয় স্থান অর্জন করা বাংলাদেশ সেনাবাহিনী ৩টি স্বর্ণ, ৪টি রৌপ্য এবং ১০টি ব্রোঞ্জ পদক সহ জিতেছে ১৭টি পদক।
তবে স্বাগতিক চট্টগ্রামের হাতও একেবারে খালি যায়নি। তিনটি পদক পেয়েছে স্বাগতিকরা। যদিও স্বর্ণের দেখা পায়নি আয়োজকরা। তিনটি পদকের মধ্যে একটি রৌপ্য আর দুটি ব্রোঞ্জ। কক্সবাজার জেলা দল পেয়েছে একটি রৌপ্য পদক। এছাড়া নাটোর জেলা দল পেয়েছে ৪টি ব্রোঞ্জ পদক। বাকি দলগুলো কোন পদকের দেখা পায়নি। গতকাল ৮টি ইভেন্ট সম্পন্ন হয়েছে। যার মধ্যে সকালে রোড ইভেন্টের মহিলাদের ২৮ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের নিশি খাতুন স্বর্ন পদক লাভ করে। পুরুষদের ৫৬ কিলোমিটার রোড ইন্ডিভিজুয়্যাল টাইম ট্রায়ালে বর্ডার গার্ড বাংলাদেশের সবুর হোসেন স্বর্ণ পদক লাভ করে। এরপর বাকি ইভেন্টগুলো অনুষ্ঠিত হয় বন্দর স্টেডিয়ামে। সেখানে মহিলাদের ৫০০ মিটার টাইম ট্রায়ালে বিজিবির নিশি খাতুন স্বর্ন পদক লাভ করে। পুরুষদের ১০০০ মিটার টাইম ট্রায়ালে সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন স্বর্ণ পদক লাভ করে। মহিলাদের এমিনেশন রেসে বাংলাদেশ আনসারের চিংবাই মারমা স্বর্ণ পদক জয় করে। পুরুষদের এনিমিনেশন রেসে বিজিবির সিরাজুল ইসলাম স্বর্ন পদক লাভ করে। মহিলাদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। পুরুষদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্ট ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার। মহিলাদের ৫৬ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ আনসার। পুরুষদের ৮৪ কিলোমিটার রোড টিম ট্রায়ালে স্বর্ণ জিতেছে বিজিবি। মহিলাদের ১০০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসারের রিমা খাতুন। পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর বিশ্বাস ফয়সাল হোসেন। মহিলাদের ২০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল প্যারাশুট ইভেন্টে স্বর্ন জিতেছে বাংলাদেশ সেনাবাহিনীর রিতা খাতুন। ৪০০০ মিটার ইন্ডিভিজুয়্যাল প্যারাশুট ইভেন্টে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশ আনসারের মোহাম্মদ আবদুল্লাহ।
গতকাল প্রতিযোগিতার শেষ দিনে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে শেষ পর্যন্ত পদক তালিকার নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। রাতে সিজেকেএস কনভেনশন হলে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। চট্টগ্রামে তিনদিনব্যপি এই জাতীয় সাইক্লিং প্রতিযোগিতার সফল সমাপ্তিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাইক্লিং ফেডারেশনের সাধারন সম্পাদক তাহের উল আলম চৌধুরী। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশ সাইক্লিং প্রতিযোগিতা সফল করতে ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল টুলু সহ ফেডারেশনের কর্মকর্তারা এবং সাবেক সাইক্লিস্টরা কঠোর পরিশ্রম করেছে।