জাতীয় পার্টির সব পদ হারালেন রাঙ্গাঁ

| বৃহস্পতিবার , ১৫ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

দলের সভাপতিমণ্ডলীসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এ তথ্য জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
সংসদ সদস্য রাঙ্গাঁ জাতীয় সংসদের বিরোধীদলীয় প্রধান হুইপের পদেও রয়েছেন। তিনি এক সময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও সামলেছেন। দল থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে রাঙ্গাঁ বলেন, আমি হাতে কিছু পাইনি। শুনেছি। যদি এটা করে থাকেন তবে সেটা অগণতান্ত্রিক, অন্যায় আচরণ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলের গঠতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির প্রেসিডিয়াম সদস্যসহ সকল পদবী থেকে মশিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি প্রদান করেছেন। ইতোমধ্যে এই আদেশ কার্যকর করা হয়েছে।
রাঙ্গাঁ বলেন, উনি (কাদের) দুষ্টু লোকের পরামর্শে করেছেন। আমরা কারও দয়ায় জাতীয় পার্টি করি না। তৃণমূল থেকে জাতীয় পার্টি করেছি। উনার সঙ্গে রংপুরে দেখা হবে।
পরিবহন মালিক সমিতির নেতা রাঙ্গাঁ বর্তমানে রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাঁকে দলের মহাসচিব করেছিলেন। এরপর ২০১৯ সালে তাকে সংসদে বিরোধী দলের প্রধান হুইপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, টানা ভারী বর্ষণ
পরবর্তী নিবন্ধসড়ক ও ফুটপাত দখল শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ