জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদে তথ্য বিভ্রাট নিরসন করুন

| শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ৬:০৪ পূর্বাহ্ণ

বর্তমানে আমাদের দেশে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে জাতীয় পরিচয় পত্রে এবং জন্ম নিবন্ধন সনদের ভুল সংশোধনের ক্ষেত্রে। দেখা যাচ্ছে অনেকের নিজ নামের আগে ভুল, আবার অনেকের পিতার নাম ভুল, অনেকের মাতার নাম ভুল। এই ভুলগুলো সংশোধন করতে কি পরিমাণ ভোগান্তির শিকার হতে হয় তা একমাত্র ভুক্তভোগী বলতে পারবে। তথ্য হালনাগাদের কাজে যারা নিয়োজিত হন তাদেরকে সঠিক তথ্য দেওয়ার পরও জাতীয় পরিচয় পত্র ও জন্ম নিবন্ধন সনদ ভুলভাবে লিপিবদ্ধ হয়। কর্তৃপক্ষের এই ভুলের মাশুল দিতে হয় সাধারণ জনগণকে। বছরের পর বছর ঘুরতে হয় নির্বাচন অফিস ও জন্মনিবন্ধনের কার্যালয়ে। অথচ চাইলেই এই তথ্য বিভ্রাট নিরসন করা সম্ভব।

– সাইফুল বিন শরীফ
শিক্ষার্থী- ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

পূর্ববর্তী নিবন্ধশিক্ষাবিদ ও জ্ঞানতাপস আবদুর রাজ্জাক
পরবর্তী নিবন্ধবিশ্ব ফুটবলের রাজপুত্রের বিদায়