জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপের পঞ্চম ও ষষ্ঠ দিনের ফলাফল

| বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৪৬ অপরাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন এর যৌথ উদ্যেগে আয়োজিত ব্রিজস্টোন ৭ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ এর ৫ম ও ৬ষ্ঠ দিনে আরো ২৪টি খেলা নিষ্পত্তি হয়েছে। ৫ম দিনের খেলায় এ্যারেনা বাই কিউ স্পোর্টস একাডেমি ৩১ গেমে কিউ এন্ড ইউ বিলিয়ার্ডকে, গুলশান ক্লাব ৩১ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডকে, কুমিল্লা সিটি ক্লাব ৩১ গেমে আর এন্ড বি বিলিয়ার্ড সেন্টারকে, বনানী ক্লাব ৩১ গেমে ক্যাথলিক ক্লাব চট্টগ্রামকে,নারায়নঞ্জ ক্লাব ৩১ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, ঢাকা বোট ক্লাব ৩২ গেমে কিউ বিলিয়ার্ডকে, ব্র্যকার্স পুল এন্ড স্নুকার ৩০ গেমে উত্তরা ক্লাবকে, চিটাগং সিনিয়র্স ক্লাব ৩২ গেমে ক্যালিফোনিয়া পুল এনাড স্নুকারকে, আর এন্ড বি বিলিয়ার্ডস সেন্টার ৩০ গেমে বাংলাদেশ ক্লাবকে, চিটাগং ক্লাব লিঃ ‘এ’ ৩১ গেমে কুমিল্লা ক্লাব লিঃকে, কিউ এন্ড ইউ বিলিয়ার্ড চিটাগাং ক্লাব ‘বি’কে, কিউ স্পোর্টস হাব ৩১ গেমে গুলশান ক্লবকে পরাজিত করে। ৬ষ্ঠ দিনের খেলায় গুলশান ক্লাব ৩২ গেমে র‌্যাবেন বিলিয়ার্ডস এন্ড গ্যামিংকে, সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন ৩১ গেমে বাংলাদেশ কিউ স্পোর্টস একাডেমিকে, ব্র্যকার্স পুল এন্ড স্নুকার ৩১ গেমে স্পোটেঙ বিলিয়ার্ডকে, ক্যালিফোনিয় পুল এনাড স্নুকার ৩০ গেমে ঢাকা বোট ক্লাবকে, ঢাকা ক্লাব ৩২ গেমে কিউ স্পের্টস হাবকে, কুমিল্লা সিটি ক্লাব ৩১ গেমে বাংলাদেশ বিয়িার্ড সেন্টারকে, চিটাগং ক্লাব ‘এ’ ৩০ গেমে র‌্যাভেন বিলিয়র্ডস এন্ড গ্যামিংকে, স্পোটেঙ বিলিয়ার্ডস ৩০ গেমে চিটাগং সিনিয়র্স ক্লাবকে, বনানী ক্লাব ৩২ গেমে লি রয়েল স্পোর্টসকে, ক্যালিফোনিয়া পুল এন্ড স্নুকার ৩১ গেমে উত্তরা ক্লাবকে, ঢাকা ক্লাব ৩০ গেমে জিমিস বোওলিং এন্ড বিলিয়ার্ডকে এবং সিলনেট আইটি এন্ড বিলিয়ার্ড জোন ৩১ গেমে নারায়নঞ্জ ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের ক্রিকেটারদের জ্ঞাতার্থে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় যুব ফোরামের ক্রীড়া সামগ্রী প্রদান