জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সম্পৃক্ত করতে চাই চট্টগ্রামকেও

সাংবাদিকদের সাথে মতবিনিময়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৮ জুন, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেছেন, আমরা ঢাকা থেকে মনে করি যে চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম সিটি, বাণিজ্যিক নগরী। আমাদের কাছে চট্টগ্রাম অনেক গুরুত্বপূর্ণ একটি নগরী। তাই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে আমরা চট্টগ্রামকেও সম্পৃক্ত করতে চাই। আমরা জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিটি ইস্যুর সাথে চট্টগ্রামের সাংবাদিকদের যোগাযোগ বাড়াতে চাই। এ আশা নিয়ে আজকে চট্টগ্রাম এসেছি। মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান বা দেশের জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে-যার মধ্যে পদ্মা সেতু ডেফিনিটলি একটি বড় রাষ্ট্রীয় বিষয়, সেখানেও আপনাদের (চট্টগ্রামের সাংবাদিকদের) সরব উপস্থিত কামনা করছি। যাতে আপনারা ঢাকায় যারা জাতীয় গণমাধ্যমে কাজ করছেন তাদের সাথে মিল রেখে অংশগ্রহণ করতে পারেন এবং আপনার তাদের মতো করে চট্টগ্রাম থেকে এই মহা গৌরবের অংশীদার হতে পারেন। গতকাল শুক্রবার দুপুরে আগ্রাবাদস্থ পিআইডির সম্মেলন কক্ষে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

এখন আধুনিক-প্রযুক্তি নির্ভর এ সময়ে সাংবাদিকরা কোনো অঞ্চল ভিত্তিক বা আঞ্চলিকতায় সীমাবদ্ধ নেই উল্লেখ্য করে হাসান জাহিদ তুষার বলেন, আপনারা শুধু নিজেদেরকে চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যারা ঢাকায় আছি-আমাদেরকেও আপন করে নেবেন। তিনি বলেন, দেশের বড় ইভেন্টে বা জাতীয় ইস্যুতে চট্টগ্রামের মিডিয়াগুলোর উপস্থিতি দেখা যায় না।

তিনি বলেন, আমাদের অবজারভেশন হলো যে ৫০ লাখ রিডার্স চট্টগ্রামে কোনো না কোনোভাবে সংবাদপত্র পড়েন বা টিভি-অনলাইনের পাঠক। পদ্মা সেতুর বিষয় নিয়ে ঢাকার গণমাধ্যমকর্মীদের সাথে বসেছিলাম। সেখান থেকে আমরা অনেক আইডিয়া বের করেছি। সে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখানে এসেছি। পদ্মা সেতু আমাদের গর্ব। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টা, দক্ষ নেতৃত্ব এবং সাহসিকতায় নিজস্ব অর্থায়নে আজ পদ্মা সেতু নির্মিত হয়েছে। বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বেড়েছে। আগামী ২৫ জুন আমাদের বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনী শুভ ক্ষণে ঢাকার সাংবাদিকদের মতো আপনাদেরও গুরুত্বর্পূণ ভূমিকা চাই। আপনারা নিজস্ব দৃষ্টি ভঙ্গি থেকে পদ্মা সেতুর সাফল্যগাথা চিত্র তুলে ধরুন।

হাসান জাহিদ তুষার উদ্বোধনের প্রাক্কালে চট্টগ্রামের সাংবাদিকদের পদ্মা সেতু নিয়ে নানা সম্ভাবনার উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, পদ্মা সেতু আমাদের দেশীয় টাকায় নির্মিত বড় সম্পদ। এটি নিয়ে সমাজের নানা শ্রেণিপেশার মানুষের ইতিবাচক মতামত প্রতিফলিত হয়েছে। পদ্মা সেতুর কারণে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর আর মাত্র কয়টা দিন পরই সরাসরি যোগাযোগ ঘটতে যাচ্ছে। এতে করে ওই সব অঞ্চলের মানুষের জীবনযাত্রায় যুক্ত হবে ভিন্ন মাত্রা। বাড়বে শিল্প-বাণিজ্য, যোগাযোগ। বাড়বে পর্যটনের অপার সম্ভাবনা। তিনি পদ্মা সেতু নিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, আমাদের মনে হচ্ছে দলটির সিনিয়র নেতৃবৃন্দ এই সেতু নিয়ে যে মিথ্যাচার করেছেন, তৃণমূলের নেতাকর্মীদের মতামতে তার বিপরীত বক্তব্য উঠে আসবে। তারা সিনিয়রদের সাথে একমত হবেন না। তারা পদ্মা সেতুর মধ্যে দেশের সম্ভাবনার চিত্র দেখতে পেয়েছেন।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, এখন থেকে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে চট্টগ্রাম থেকে যাতে এক-দুইজন করে সাংবাদিক যেতে পারেন-বিষয়টি আমি দেখবো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিদেশ সফরে ‘সফরসঙ্গী’ হিসেবে যাওয়ার ব্যাপারে অনেক গুলো বিষয় থাকে। বিষয়টি আমি দেখবো। সবাইকে এক সাথে নেওয়া সম্ভব নয়। একজন গেলে অন্যজন যেন সেটা নিয়ে সমালোচনা না করেন এই বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন তিনি। ক্রোড়পত্রের বিষয়টিও তিনি দেখবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, পিআইডি চট্টগ্রাম আঞ্চলিক অফিসের উপপ্রধান তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবীর, দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ, দৈনিক পূর্বকোণের বার্তা সম্পাদক মোরশেদ আলম ও চিফ রিপোর্টার সাইফুল ইসলাম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের চিফ রিপোর্টার ভূঁইয়া নজরুল, দৈনিক পূর্বদেশের চিফ রিপোর্টার সবুর শুভ, সি-প্লাস টিভির এডিটর-ইন চিফ আলমগীর অপু। আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস সিলেটের পরিচালক মো. আজিজুল হক নিউটন, তথ্য অধিদফতর ঢাকার সিনিয়র তথ্য অফিসার মো. আসাদুজ্জামান, লায়লা আরজুমান্দ বেগম, আশরোফা ইমদাদ, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার মারুফা রহমান ঈমাসহ বিটিভি ও বেতারের কর্মকর্তাসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ।

পূর্ববর্তী নিবন্ধমানুষের ভাগ্য ফেরাতে প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ
পরবর্তী নিবন্ধএলডিসি উত্তরণের পরেও টিআরআইপি ছাড় সুবিধা পেতে পারে বাংলাদেশ