জাতীয় কারাতে প্রতিযোগিতায় পদকজয়ী ফ্রেন্ডস ক্লাব খেলোয়াড়দের সংবর্ধনা

| সোমবার , ২৯ মে, ২০২৩ at ৪:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে গত ১৯২০ মে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার হয়ে অংশগ্রহণ করে ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির মোহাম্মদ আজাদ পুরুষ অনূর্ধ্ব৫৫ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক, অন্বেষা দে মহিলা অনূর্ধ্ব৬১ কেজি ওজন শ্রেণিতে রৌপ্যপদক ও জারিয়া আক্তার মহিলা অনূর্ধ্ব৫০ কেজি ওজন শ্রেণিতে তাম্রপদক অর্জন করেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা বাংলাদেশের সকল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে প্রথম স্থান এবং সার্বিক পদক তালিকায় ৪র্থ স্থান অর্জন করে। গত ২৬ মে ফ্রেন্ডস ক্লাবে পদক জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পদকজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুখআজম বীর প্রতীক, ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মো. নাসিরউদ্দিন, সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী, ফ্রেন্ডস ক্লাব কারাতে একাডেমির প্রধান প্রশিক্ষক শিহান রতন তালুকদার, সিনিয়র প্রশিক্ষক সেন্সি সোনামণি চাকমা, সেন্সি তীর্থ তালুকদার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএবার বাফুফের ক্যাম্প ছাড়লেন আঁখি খাতুন
পরবর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে স্নুকার ও পুল টুর্নামেন্ট শুরু