গত ৫ আগস্ট থেকে ৯ আগস্ট বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত শেখ কামাল জাতীয় ইয়ুথ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে না পাররেও বেশ ভালই কৃতিত্ব দেখিয়েছে চট্টগ্রামের ক্ষুদে দাবাড়ুরা। সারা দেশের প্রায় ২৫৭ জন খেলোয়াড় এই জাতীয় ইয়ুথ দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। যাতে সিজেকেএস ইয়ুথ দাবায় বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষ ১২ জন ও চট্টগ্রাম হতে ব্যক্তিগতভাবে ৪ জনসহ মোট ১৬ জন দাবাড়ু অংশগ্রহণ করে। তার মধ্যে চট্টগ্রাম জেলা দলের ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ২য় স্থান (অনূর্ধ্ব–১৬ বালিকা বিভাগে), উমরাহ আবাবিল ৩য় স্থান (অনূর্ধ্ব–৮ বালিকা বিভাগে) মাসরিফা আহমেদ রাহা ৩য় স্থান (অনূর্ধ্ব–১০ বালিকা বিভাগে), নাজিফ নিয়াজ ৩য় স্থান (অনূর্ধ্ব–৮ উন্মুক্ত বিভাগে), অনিন্দ্য ঋক দিগ্ববিজয় ৩য় স্থান (অনূর্ধ্ব–১০ উন্মুক্ত বিভাগে), প্রজ্ঞা রায় চৌধুরী ৩য় স্থান (অনূর্ধ্ব–১২ বালিকা বিভাগে) এবং চট্টগামের আবিদ মাহাদি সাদ অনূর্ধ্ব–১৪ উন্মুক্ত বিভাগে ৩য় স্থান অর্জন করে। চট্টগ্রাম জেলা দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন দাবা কমিটির যুগ্ম সম্পাদক আলী কায়সার এবং সমন্বয়ক ছিলেন দাবা কমিটির সম্পাদক ফিদে মাস্টার তনিমা পারভীন। ঢাকা থেকে ফিরে চট্টগ্রামের এই সব ক্ষুদে দাবাড়ুরা সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমের সাথে সাক্ষাৎ করেন। এই চমৎকার ফলাফল এর জন্য বিজয়ী খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা। একই সাথে আর্থিক পুরস্কার প্রদান করেন। এসময় সিজেকেএস দাবা কমিটির সহ–সভাপতি অধ্যাপক আবদুল আলীম, যুগ্ম সম্পাদক রাকিব উল ইসলাম সাচ্চু, সৈয়দ আবদুল আহাদ, ফিদে মাস্টার আবদুল মালেক, সদস্য মো. ইসহাক ও খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।