জাতীয় সংসদের হুইপ হচ্ছেন মাশরাফি

| মঙ্গলবার , ২৩ জানুয়ারি, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা। গতকাল সোমবার জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মাশরাফি ছাড়া হুইপ হিসেবে আরও চারজন নিয়োগ পেতে পারেন বলেও সূত্রটি থেকে জানা যায়। তারা হলেন ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। ইকবালুর রহিম ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন একাদশ সংসদেও হুইপ ছিলেন। খবর বাংলানিউজের।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় চিফ হুইপ পদে নূরই আলম চৌধুরীকে (লিটন) মনোনীত করা হয়। তিনি একাদশ সংসদেও চিফ হুইপ ছিলেন।

সূত্র জানায়, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে সম্মতি পেলে রাষ্ট্রপতি চিফ হুইপসহ হুইপদের নিয়োগ দেবেন। পরে প্রজ্ঞাপন জারি করা হবে।

পূর্ববর্তী নিবন্ধএফবিসিসিআইয়ের পোর্ট অ্যান্ড শিপিং কমিটির চেয়ারম্যান তরফদার রুহুল আমিন
পরবর্তী নিবন্ধ৯ আসামির ভার্চুয়াল উপস্থিতিতে সাক্ষ্য দিলেন বাদী