চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও বাংলাদেশের রাজনৈতিক সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল বুধবার সমাজবিজ্ঞান অনুষদের একটি কক্ষে ‘সমাজ ও রাষ্ট্রচিন্তা কেন্দ্র’ (সিএসপিটি) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রীকে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছেন বক্তারা।
বৈঠকে সভাপতিত্ব করেন সিএসপিটির নির্বাহী পরিচালক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। বক্তব্য দেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ভূঁইয়া মো. মনোয়ার কবীর ও অধ্যাপক ড. আনোয়ারা বেগম, লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, ড. তসলিম উদ্দিন, অধ্যাপক খন্দকার আলী আর রাজী, অধ্যাপক আককাছ আহমদসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন, গণতন্ত্রের সাথে উন্নয়নের ওতপ্রোত সম্পর্ক। কোনো সরকার যদি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে জনগণের কাছে বিন্দুমাত্র হলেও দায়বদ্ধতা তৈরি হবে।