জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষাও স্থগিত

আজাদী ডেস্ক | রবিবার , ২৯ অক্টোবর, ২০২৩ at ৭:২৫ পূর্বাহ্ণ

বিএনপি হরতাল ডাকার পর আজ রোববারের সব পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল রাতে বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। খবর বিডিনিউজের।

ব্যাংকার্স সিলেকশন কমিটির পরীক্ষা স্থগিত : বিএনপির হরতাল ডাকার পর আজকের ব্যাংকার্স সিলেকশন কমিটি পরিচালিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেছেন, ব্যাংকার সিলেকশন কমিটির আগামীকালের (আজ) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত ৭ ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের সাক্ষাৎকার চলমান রয়েছে, যার একটি অংশ আজ রোববার হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া পরীক্ষার সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের তরফে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুহতামিমের অপসারণ দাবিতে গভীর রাতে ছাত্রদের বিক্ষোভ, ভাঙচুর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু