জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

আজাদী ডেস্ক | শনিবার , ৯ নভেম্বর, ২০২৪ at ৮:৩৩ পূর্বাহ্ণ

নানা আয়োজনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন।

বন্দর থানা বিএনপি : চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের আকাশে জিয়াউর রহমান এক উজ্জল নক্ষত্র। ৭ নভেম্বরের বিপ্লব এদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন।

তিনি গতকাল শুক্রবার নগরীর বন্দর কলসি দিঘির পাড়স্থ আজিজ স্টেট প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বন্দর থানা বিএনপির সহ সভাপতি মো. সালাউদ্দিনেরর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ সবুর, আবু মুছা, মো. সেলিম, মো. ইসমাইল, এবাদুর রহমান, মো. ইউছুপ, আবুল মনছুর, মাহবুবুল আলম বাচ্চু কোং, মো. হোসেন, নাজিম উদ্দীন, মো. হোসেন, হুমায়ুন কবির সোহেল, মো. আজম উদ্দীন, তাজ উদ্দীন, হারুন মেম্বার, মোল্লা মো. সরওয়ার, মহিউদ্দিন, বক্কর, আব্বাছ উদ্দীন, মো. সালাউদ্দিন, কাঞ্চন, মো. ইলিয়াস, জাবেদ, আনোয়ার হোসেন জুনু, ইলিয়াছ সওদাগর, ছৈয়দ মোরশেদ, মামুন, মো. এরশাদ, সোলাইমান, সাইফুল, আজিজ, আজম প্রমুখ।

বোয়ালখালী বিএনপি : বোয়ালখালী প্রতিনিধি জানান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের পরে কিছু নেতা কর্মী বিএনপি নামধারীযারা সতেরো বছরের মধ্যে একটি দিন মিটিং মিছিলে আসেনি, আজকে তারা বিএনপির নাম দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জায়গা দখল, মিথ্যা মামলা চালিয়ে যাচ্ছে। আমি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাইআপনাদের সবার নামের তালিকা করা হচ্ছে। দলের নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব চলবে না। মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা চলবে না। গতকাল শুক্রবার বিকেলে বোয়ালখালী উপজেলার কালুরঘাট চত্বরে উপজেলা ও পৌর বিএনপির সহযোগী এবং অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বোয়ালখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. ইউছুপ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. শহীদুল্লাহ্‌ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্কাস খান, ফারুক সুজন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কামাল উদ্দীন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ মোসলেম উদ্দীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদ হাজী পেয়ার মোহাম্মদ, দক্ষিণ জেলা শ্রমিক দলের সহসভাপতি নুরুল কবির, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনছুর, শাকপুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ্‌, সিনিয়র যুগ্ম সম্পাদক আজগর, জামাল উদ্দীন, ইদ্রিছ খান, সোলাইমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ, মাহাবুব, দক্ষিণ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকতারুল আলম ছোটন, সদস্য নজরুল ইসলাম বাবু, ইউনুছ চৌধুরী, মনজুর হোসেন, সভপতি আরাব খান, হাসি মিয়া, জানে আলম, কাজী কামাল, আবুল কালাম, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য আলমগীর, উপজেলার যুগ্ম আহ্বায়ক ওসমান গনি প্রমুখ।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল : চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার বলেন, ৭ই নভেম্বর জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচিত হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি বিজড়িত দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনকালে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিক, যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, ইমদাদুল হক মাসুদ সিকদার, মতিউর রহমান রাসেল, মুরাদুল আলম, মাইনুদ্দিন মনির সাদ্দাম হোসেন, তোহিদুল আলম, নিজাম উদ্দিন, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নঈম উদ্দিন চৌধুরী, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোনায়েন খান, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেফাজ উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ফারুক, বোয়ালখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ আনোয়ার, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক ভারপ্রাপ্ত আহবায়ক মিজানুর রহমান, দিদারুল আলম, আতিকুর রহমান আতিক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, আবদুল্লাহ আল মিজান, সাইফুল ইসলাম, আব্দুল কাদের, আতাউর রহমান কায়সার, মোহাম্মদ রাশেদুল আলম, আব্দুস সালাম, মোহাম্মদ আসাদুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন, শহীদুল্লাহ ফরহাদ, আব্বাস উদ্দিন জুয়েল, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ শিমুল, মোহাম্মদ রুবেল, সাবেদ আলী রাসেল, সোহেল আলী তুষার, মোহাম্মদ ইসমাইল, নিজাম উদ্দিন, মোহাম্মদ ইমন শাহ, নুরুল আলম, মোহাম্মদ রিয়াজ উদ্দিন, তসলিম উদ্দিন, মোহাম্মদ হাশেম, রহিম উদ্দিন প্রমুখ।

খুলশী থানা বিএনপি : বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের অন্তর্গত খুলশী থানার ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন। এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর থানা ও ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। মিছিলটি জালালাবাদ টাওয়ার মোড় থেকে শুরু করে ওয়ারলেস মোড় ঝাউতলা বাজার সর্দার নগর আম বাগান ওয়াকশপ গেট হয়ে পাহাড়তলী কলেজ গেটে প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বাদে জুমা ফিরিঙ্গী বাজার আবু ছৈয়দ দোভাষ জামে মসজিদে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এখন সুযোগ এসেছে, শহীদ জিয়া ও বিপ্লব সংহতি দিবস সম্বন্ধে নতুন প্রজন্মকে জানাতে হবে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, কোতোয়ালী থানা বিএনপির সহ সভাপতি আমিনুর রহমান মিয়া, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ, সাইফুদ্দীন মীর্জা, সাংগঠনিক সম্পাদক আবু নাসের সাজ্জাদ, নগর যুবদলের সাবেক সম্পাদক মেজবাহ উদ্দিন মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সাইফুল আলম দিপু, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ইকবাল শরীফ, দপ্তর সম্পাদক আবদুর রশিদ খোকন, বিএনপি নেতা মো. রুবায়েত, মো. বাবুল, সাইফুল ইসলাম, নগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আরিফ সোহেল, ওয়ার্ড যুবনেতা ইফতেখার উদ্দিন, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আইনুল ইসলাম জুয়েল, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক কুতুব উদ্দীন মুন্না, ওয়ার্ড যুবনেতা জাহেদুল হক সোহেল, মো. আতিক, শ্রমিক নেতা জামান, সুমন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ রনি, ফিরোজ খান, মোরশেদ, আবদুল মাবুদ, মো. এমদাদ, মো. মিজান, মো. সালাউদ্দিন, মো. শাওন, মো. রাকিব, সালমান, মানিক, আরফাত হক, মুর্তজা, সাহেদ।

উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল : ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাবুল ও যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান, সদস্য সচিব একরাম মিয়া, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাহাদাত মীর্জা, সদস্য সচিব মাসুদ পারভেজ, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর সবুর, যুগ্ম আহ্বায়ক আব্দুর শুক্কুর, আনোয়ার শাহ, নুরুল ইসলাম,আবু নাসের, জসিম, রাজিয়া সুলতানা এনি, আলমগীর, বাদশা, শফি, মোঃ মুরাদ, জাহেদ, আব্দুর জব্বার, জাবেদ, এয়ার খান, ইলিয়াস তালুকদার, বেলাল, আলমগীর প্রমুখ।

ডবলমুরিং থানা বিএনপি : মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ও ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাদশা মিয়ার নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হালিম, আব্দুল মান্নান, আব্দুল আজিম, আমির উদ্দিন বাবুল, আবুল কালাম আবু, এসএম নাসির, সিরাজুল মোস্তফা, মোজাহের খান, আব্দুল করিম সেলিম, মোঃ শামীম, মোহাম্মদ ইসমাইল, আব্দুল নূর জসিম খান, শ্রমিক দল নেতা আবু তাহের, জাহাঙ্গীর, যুবদল নেতা মোহাম্মদ ইলিয়াস, মুরাদ, রুবেল, মাইনুদ্দিন, ইব্রাহিম।

ফটিকছড়ি বিএনপি : ফটিকছড়ি প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি পৌরসভা ও নাজিরহাট পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার র‌্যালি ও আলোচনা সভা ফটিকছড়ি সদরে অনুষ্ঠিত হয়েছে। ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল আজিম উল্লাহ বাহারের (অবঃ) সভাপতিত্বে ও ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া, শাহ নেওয়াজ সেবুল, ইদ্রিস মিয়া ইলিয়াস, শওকত উল্লাহ চৌধুরী, নুরুল ইসলাম তালুকদার, শহিদুল ইসলাম শহিদ, মোঃ নুর উদ্দিন, রায়হানুল আনোয়ার রাহি, ওসমান চৌধুরী, সুজা উদ্দিন চৌধুরী সুজা, আজিজ উল্লাহ, মোহাম্মদ হাসান, সামসুল আলম, এস এম হারুন, তাসলিমা আক্তার মনি, মোঃ আশরাফ, জাহেদ মেম্বার, নজরুল ইসলাম চৌধুরী, হান্নান চৌধুরী, মাবুদ মুন্সি, আমান উল্লাহ চৌধুরী, নুরুল আলম মেম্বার, মাওলানা নুরু, জসিম উদ্দিন, মোঃ জহুর, মোঃ লিটন, মোঃ ইলিয়াস সিকদার, মোঃ নজরুল, তৈয়ুব, পেযারুল ইসলাম, সিজারুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন, শফিউল আজম, শামসুল আলম সিকদার, মোঃ রাসেল, রাজন, মোরশেদ হাজারি, নুরুল আমিন আজাদ, মঈন উল্লাহ উজ্জ্বল, মাহমুদুল হাসান দিলু, মোঃ ইব্রাহীম বিজয়, হাসান চৌধুরী ডিপু, মোঃ জামাল উদ্দিন, মোঃ এনাম, ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, মোঃ একরাম, আসিফ প্রমুখ।

আনোয়ারা বিএনপি : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় গতকাল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কালাবিবির দিঘি মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফৌজুল আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. হুমায়ুন কবির চৌধুরী আনচার, মেসবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, মো. হাসান চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো: শাহজাহান, বিএনপি নেতা সেলিম উল্লাহ খান, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, বদিউল আলম, নুর ইসলাম, কনক চৌধুরী, মাস্টার ইউছুফ, গফুর সওদাগর, মো: ইদ্রিছ, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: আলম খান, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হান্নান রহিম তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, মো: সেলিম, আরিফুল ইসলাম। সভায় আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী মোঃ সালাহউদ্দিন। স্থানীয় মুনস্টার ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী মোঃ সেলিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ইউসুফ নিজামী, সদস্য জয়নাল আবেদীন দুলাল, সদস্য জহুরুল আলম জহুর, সীতাকুণ্ড পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মেদ সলু, উপজেলা বিএনপির সদস্য গাজী সুজা উদ্দিন, সদস্য দিদার মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল, উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন। অন্যান্যর বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন জাহাঙ্গীর, বাডবকুন্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, বাশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উলল্লহ, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ এনামুল হক, বারৈয়ারঢ়ালা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর ভুঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকবর হোসেন, সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, বারৈয়ারঢ়ালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, ছলিমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুল হাসান, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন রাসেল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, পৌর বিএনপির সদস্য মো: সেলিম উদ্দিন কমিশনার, সদস্য আবু সিদ্দিক বাল্লা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক মো: জুয়েল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উত্তর জেলা স্বেচ্চাসেবদলের যুগ্ম আহবায়ক সোলায়মান রাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব খুরশেদ আলম মেম্বার,পৌর যুবদলের আহবায়ক কনক কান্তি, উপজেলা কৃষক দলের সভাপতি মো মহিউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হেলাল উদ্দিন বাবর, কৃষক দলের সাধারণ সম্পাদক মো বেলাল হোসেন,উত্তরজেলা ছাত্রদলের সহ সভাপতি রুস্তম আলী, সীতাকুণ্ড পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন রিফাত।

পটিয়া : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় বিপ্লব ও সংহিত দিবস উপলক্ষে সাবেক সাংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের নির্দেশনায় এক র‌্যালি ও অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল জলিল চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বদরুল খায়ের চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক। দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মোহাম্মদ মনিরের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মোনাফ, দক্ষিণ জেলা বিএনপি নেতা চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহেদুল হক, জিল্লুর রহমান, ইছমাইল চৌধুরী, কাজী আবু তাহের, গোলাম মহিউদ্দিন, ইদ্রিস পানু, হাজী নজরুল ইসলাম, আবদুল করিম, আনোয়ার হোসেন মিয়া, শফিকুল ইসলাম, ফজলুল কাদের, নুরুল আমিন, জাহাঙ্গীর আলম, আমিনুল হক, এম সালাম ফারুকী, আবু বক্কর রায়হান, আবুল হোসেন, বছিরুল আলম, আবদুর শুকুর, মনছুর শরীপ, আবদুল মোতালেব মনু, বখতিয়ার উদ্দিন, নাছির মেম্বার, আমিন মেম্বার, ইমতিয়াজ ইমতু, আলমগীর, সেলিম উদ্দিন, নাছির উদ্দীন, আবু শহীদ রমজান, খোকন শাহ, মিজান, জমির উদদীন আজাদ, মান্না দেব, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন, সোহেল, মোহাম্মদ আনিস, সোলাইমান, আবদুল মোমেন শিকদার, আবুল হাসেম রাববু, সোহান, বাকের, আবদুর রহমান, আমজাদ হোসেন তালুকদার, মোহাম্মদ ওসমান, আবদুল হাকিম, গাজী দিদার, মুছা আলম, রিপন, শাহআলম, ফারাক, জাহাঙ্গীর আলম, শামীম, গাজী হাসান, নুরুল করিম, হেলাল, আবদুল বাকের, তারেক রহমান, জাহেদুল ইসলাম সুজন, মাহাতাব উদ্দিন সবুজ, নাঈম উদ্দিন, আবদুল লতিফ, নাজমুল, নজরুল, ফারুক, আতিক আজাদ, সাকিব, সাকের শফি প্রমুখ। সমাবেশ শেষে র‌্যালিটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পূর্ববর্তী নিবন্ধউড়ুক্কু পাখিরা ডানা মেলে উড়ুক
পরবর্তী নিবন্ধঝিওরীতে জগদ্ধাত্রী পূজা আজ শুরু