শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার–এর ‘নির্বাচিত ছড়া’ ও ‘পঞ্চাশে গোফরান উদ্দীন টিটু’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা বলেছেন, বইয়ের মানোন্নয়নে আমরা বেশিরভাগ ক্ষেত্রে উন্নতমানের প্রকাশনার দিকে জোর দিয়ে থাকি।
প্রকৃতপক্ষে লেখার মানের দিকেই বেশি নজর দেওয়া উচিত। তাঁরা বলেন, লিখতে লিখতেই লেখকরা পোক্ত হন ধীরে ধীরে। ক্রমশ তাঁরা বোঝেন যে লেখার জন্যও একজন লেখকের প্রস্তুতি প্রয়োজন। প্রয়োজন জানাশোনা, প্রয়োজন মানসগঠন। আমাদের ভুললে চলবে না যে, শিশুসাহিত্য হচ্ছে জাতিগঠনের ভিত। জাতিগঠনে শিশুসাহিত্যের প্রয়োজনীয়তা অপরিসীম। এক্ষেত্রে শিশুসাহিত্যিক সৈয়দা সেলিমা আক্তার ও গোফরান উদ্দীন টিটু দীর্ঘদিনের চর্চায় তাঁরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
গত ১০ অক্টোবর চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন কবি সাংবাদিক রাশেদ রউফ। এতে অতিথি ছিলেন কথাসাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, এনায়েতবাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ তহুরীন সবুর ডালিয়া, চট্টগ্রাম লেখিকা সংঘের সভানেত্রী জিনাত আজম, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, শিশুসাহিত্যিক জসীম মেহবুব, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, শিশুসাহিত্যিক অরুণ শীল ও কবি রিজোয়ান মাহমুদ। এছাড়া আলোচনায় অংশ নেন কবি মর্জিনা আখতার, গল্পকার ইফতেখার মারুফ, শিশুসাহিত্যিক ইসমাইল জসীম, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, কবি–সাংবাদিক আবুল কালাম বেলাল, কবি শ ম বখতিয়ার, কবি গল্পকার লিপি বড়ুয়া, গল্পকার স্মরণিকা চৌধুরী, বাচিকশিল্পী সোমা মুৎসুদ্দি, কবি আলমগীর হোসাইন, সংগঠক কানিজ ফাতেমা লিমা, বাচিকশিল্পী প্রতিমা দাশ, গল্পকার শিপ্রা দাশ, কবি চিত্রশিল্পী সৈয়দা করিমুননেসা, লেখক জাহানারা মুন্নী, শিশুসাহিত্যিক প্রদ্যেত কুমার বড়ুয়া, অ্যাডভোকেট দিলরুবা আক্তার লিজা, কবি চিকিৎসক পীযূষ কান্তি বড়ুয়া, বাচিকশিল্পী রাজিউর রহমান বিতান, যেবা সামিহা, নাটু বিকাশ বড়ুয়া, মাহমুদা মুমু, তানজিনা তৃষা, ইবরাত আজম, গোফরান উদ্দীন খান, মো. শাহাদাত হোসেন, মাইন পারভেজ, মুক্তা পীযূষ, রেবেকা সুলতানা, মাহাবুব হাসান, মো. নুরুল আবসার, মো. রাশেদুল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী যারীন সুবাহ্। প্রেস বিজ্ঞপ্তি।