জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়

সীতাকুণ্ডে বাকশিসের সম্মেলনে আসলাম চৌধুরী

| শুক্রবার , ১২ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতিবাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার বার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ডের বিজয় স্মরণী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী। তিনি বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়।পেশাগত ক্ষেত্রে শিক্ষকদের লক্ষ্য থাকে জ্ঞান বিতরণ। নিজের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে সুনাগরিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে শিক্ষকদেরকে জাতি গড়ার কারিগর বলা হয়ে থাকে। জেলা বাকশিসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে ও রওশন আকতারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মো.আলমগীর, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ সুবীর কান্তি নাথ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর। প্রধান বক্তা ছিলেন বাকশিস জেলা আহবায়ক মো. নুরুল আলম রাজু। উদ্বোধক ছিলেন বাকশিস সদস্য সচিব মো. নাজিম উদ্দিন, সম্মানিত অতিথি ছিলেন বাশিস উত্তর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। বক্তব্য রাখেন কলেজের অভিভাবক সদস্য জহুরুল আলম জহুর, কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল। উপস্থিত ছিলেন হারেছ আহমদ, কুতুব উদ্দিন আহমেদ, মোবারক আলী, নাসির উদ্দিন, খোরশেদ আলম। এতে অধ্যাপক মো. নোমানকে আহবায়ক এবং অধ্যাপক মোস্তফা কামালকে সদস্য সচিব করে কলেজ শিক্ষক সমিতিবাকশিস সীতাকুণ্ড উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেঙ্গল সিটি লায়ন্স ও লিও ক্লাবের দায়িত্ব হস্তান্তর
পরবর্তী নিবন্ধবিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা