একটি মানুষ কথার পাখি স্বাধীন স্বাধীন সুর
সেই পাখিটি জাতির পিতা বন্ধু মুজিবুর।
নিজের চেয়ে বাসতো ভালো দেশের মা ও মাটি
তিনি ছিলেন বীর বাঙালী এক্কেবারে খাঁটি!
তিনি না থাকলে এ দেশ স্বাধীন কি আর হতো
সারাজীবন বইতে হতো পরাধীনের ক্ষত!
হঠাৎ করে সেই মানুষের বুকে বিঁধে তীর
ভাঙ্গলো সকল আশার স্বপন ভাঙ্গলো সুখের নীড়
স্বজন শহীদ ছেলে শহীদ শহীদ জাতির মাতা
বাঙালিদের মাথা থেকে সরে গেলো ছাতা।
সেদিন থেকে আকাশ কেঁদে বৃষ্টি নামায় কি যে
মনের দুচোখ খুব সহসা যায় রে সবার ভিজে।
ভিজে ভিজে হয় একাকার জীবন নামের মাটি
কাঁদতে কাঁদতে অন্ধপ্রায় হিজলতলীর গাঁ টি।