(৩০২১৩)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি আমাদের আদর্শ, মহান নায়ক। বঙ্গবন্ধু মানেই এই দেশ, বাংলাদেশ। ১৯২০ সালে এই বাংলায় জন্ম নেয়া সেই মহাশিশুর চলছে এখন জন্মশতবর্ষ- মুজিববর্ষ। তিনি আজো সবার মনে বেঁচে আছেন। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামের আওয়াজ। তাঁর ডাকে ১৯৭১ সালে এদেশের শোষিত, বঞ্চিত, নিপীড়িত জনতা সবাই একজোট হয়ে দেশকে স্বাধীন করার জন্য লড়াই করে দেশকে এবং দেশের মানুষকে শত্রুমুক্ত করে বাংলার জমিনে উড়িয়েছিল লাল সবুজের প্রিয় পতাকা। তিনি কলেজে থাকা অবস্থায়ই রাজনীতিতে যোগ দেন। তখন থেকেই তিনি দেশের কথা ভাবেন। দেশের মানুষের পক্ষে কথা বলার কারণে তিনি বহুবার কারাবরণও করেন। স্বাধীনদেশেই অকৃতজ্ঞ কিছু অমানুষের কাছে ১৯৭৫ সালে তাঁকে জীবন দিতে হয় ছোট্ট শিশু শেখ রাসেল সহ প্রায় স্বপরিবারেই। বঙ্গবন্ধু না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না। বিশ্বের কাছে জাতি হিসাবে পরিচিতি পেতাম না। তাই তিনি আমাদের জাতির পিতা। মুজিবজন্মশতবর্ষে তাঁর প্রতি জানাই হৃদয়ের অযুত বিনম্র শ্রদ্ধা।