জাতীয় শোক দিবস উপলক্ষে ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজ মিলনায়তনে এক শোক সভা ও দোয়া মাহফিল সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বপন কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১০ আসনের সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু এমপি। প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাচার্য প্রফেসর ডা. মোঃ ইসমাইল খান। আলোচনায় অংশগ্রহণ করেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মোহাম্মদ শাহ আলম, কলেজের গভর্ণিং বডির সভাপতি ডাঃ মোঃ আরিফুল আমীন, গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, অধ্যাপক মাহবুবর রহমান, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইসমাইল, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুল আমীন, প্রাণহরি আমীন একাডেমী সভাপতি মোঃ এরশাদুল আমীন, অধ্যাপক মাহবুবর রহমান ও প্রাক্তন ছাত্র আশফাকুল আলম আশফাক। জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ‘বঙ্গবন্ধুর জীবন ও আজকের বাংলাদেশ’ প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
পবিত্র ধর্ম গ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের ২য় পর্বের সূচনা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র মোঃ রাকিব, গীতা থেকে পাঠ করেন জানি দে। অনুষ্ঠানের আহবায়ক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মনোজ কুমার দেব এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। প্রধান অতিথি বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল আলীম। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা। এতে প্রধান অতিথি বলেন, জাতির পিতাকে হারানো শোককে শক্তিতে রূপান্তর করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












