জাটকা নিধন, চারজনকে ২০ হাজার টাকা জরিমানা

দুই বোটসহ ২৩টি জাল জব্দ

আজাদী প্রতিবেদন | শনিবার , ৭ জানুয়ারি, ২০২৩ at ৬:০৫ পূর্বাহ্ণ

কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের আকমল আলী ঘাট, দক্ষিণ কাট্টলী ঘাট এবং গহিরা অঞ্চলে অবৈধ জালে জাটকা নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় অবৈধ জালে জাটকা নিধনের দায়ে দুটি বোট জব্দ করে মালিকসহ চারজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল শুক্রবার চলা এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক। তিনি জানান, অভিযানে দুইটি বোট জব্দ করা হয় এবং একটি বোটের প্রায় ৪০ কেজি জাটকা জব্দ করা হয়।

বোটের মালিকসহ ৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বোটের মোট ২০টি বিহিন্দি জাল ও তিনটি টং জাল আটক করা হয়। জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জোবায়দুল কবীর, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমান, বাংলাদেশ নেভি এবং বাংলাদেশ কোস্টগার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআবারো কালো ভালুক প্রজননের সম্ভাবনা
পরবর্তী নিবন্ধঘন কুয়াশার সঙ্গে শৈত্যপ্রবাহও অব্যাহত থাকবে