চট্টগ্রাম টেস্টে ভারতীয় ব্যাটসম্যানরা যেখানে রানের বন্যা বইয়ে দিচ্ছিল সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা রানের জন্য মাথা খুড়ে মরছিল। ভারতের ৪০৪ রানের প্রথম ইনিংসের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয়েছিল মাত্র ১৫০ রানে। ফলোঅনে পড়লেও ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তাদের লক্ষ্য নিশ্চয় পরিষ্কার ছিল। আর তা হচ্ছে রানের পাহাড় চাপিয়ে দিয়ে বাংলাদেশকে বিশাল লক্ষ্যের সামনে দাঁড় করিয়ে দেয়া। শেষ পর্যন্ত হয়েছেও তাই। টেস্টের তৃতীয় দিন শেষে ৫১২ রানের বিশাল বোঝা চাপিয়ে দিয়েছিল বাংলাদেশের কাঁধে। এই বিশাল লক্ষ্য তাড়া করে কতটা এগুতে পারবে তা নিয়ে সংশয়ের কথা থাকা নয় কারো। হয়তো অনেকেই ভেবেছিলেন চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে চট্টগ্রাম টেস্ট। কিন্তু নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান মিলে দিনের শুরুতে যে ভিত রচনা করে দিয়েছিলেন তার উপর দাঁড়িয়ে অন্যরা হয়তো প্রত্যাশামত এগুতে পারেনি। তবে টেস্ট ম্যাচটাকে পঞ্চম দিনে নিয়ে গেছেন জাকির, শান্ত এবং সাকিবরা।
বাংলাদেশ অবশ্য এখনো বেশ পিছিয়েই আছে। কারণ দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭২ রান তুলে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ। এখনো ২৪১ রানে পিছিয়ে স্বাগতিকরা। টেস্ট জিততে হলে আজ শেষ দিনে করতে হবে ২৪৩ রান। ড্র করতে হলে কাটিয়ে দিতে হবে পুরো দিন। হাতে উইকেট মাত্র চারটি। কাজেই এই দুটি কাজ প্রায় অসম্ভব বলা যায়।
আগের দিনের বিনা উইকেটে ৪২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেছিল বাংলাদেশ। স্পিনাররা টার্ন পাচ্ছিলেন এবং ভারতীয় দলে তিনজন পরীক্ষিত স্পিনার বলে বাংলাদেশ ম্যাচটা কতদূর এগিয়ে নিতে পারে সেটা ছিল বড় প্রশ্ন। কিন্তু দুই তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান সেই প্রশ্নের অনেকটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। ওপেনিংয়েই ১২৪ রানের অনবদ্য জুটি গড়ে তোলেন দুজন। পাশাপাশি শেষ বিকেলে সাকিবের প্রতিরোধও বড় অবদান রাখে ম্যাচ পঞ্চম দিনে গড়ানোয়।
১৫৭ বলে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করা শান্ত ফিরলে ভাঙে ১২৪ রানের উদ্বোধনী জুটি। যা ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ উদ্বোধনী জুটি। তারপর তিনে নামা ইয়াসির আলি রাব্বি প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয়েছেন। ১২ বলে ৫ রান করে ফিরেছেন চট্টগ্রামের ব্যাটসম্যান। চারে নেমে লিটন দাস সময় নিয়ে উইকেটে সেট হয়েছিলেন। তবে বড় ইনিংস খেলতে পারেননি টেস্ট দলের সহ-অধিনায়ক। ৫৯ বলে ১৯ রানে আউট হয়েছেন লিটন।
তবে অপরপ্রান্তে অবিচল ছিলেন তরুণ জাকির। আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা ২৬ বছর বয়সী তরুণ গতকাল নিজের সহজাত ব্যাটিংটাই করেছেন। ২১৯তম বলে সেঞ্চুরি পূর্ণ করেছেন ১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে। বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পাওয়া জাকির ফিরেছেন তার পাঁচ বল পরেই। গতকাল পর্যন্ত টেস্ট ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরি করেছিলেন ১০৯ জন ব্যাটসম্যান। আর সে দীর্ঘ তালিকায় এতদিন বাংলাদেশের তিন ব্যাটসম্যানের নাম ছিল। তারা হলেন আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল আর আবুল হাসান রাজু। গতকাল সেই তালিকায় যোগ হলেন ২৪ বয়সী বাঁহাতি ব্যাটার জাকির হাসান।
জাকিরের খানিক বাদে মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান ৪ রানের ব্যবধানে ফিরলে মনে হচ্ছিল ম্যাচ চতুর্থ দিনে শেষ হয়ে যাবে। কিন্তু সাকিব আল হাসান শেষ বিকেলে দারুণভাবে দাঁড়িয়ে সেই শঙ্কা কাটিয়েছেন। মুশফিক-লিটন দুজনই অক্ষর প্যাটেলের দারুণ দুটি সুইং বলে পরাস্ত হয়েছেন। মুশফিক ২৩ রান করলেও মাত্র ৩ রান করেছেন সোহান। তবে শেষ বিকেলে মেহেদি হাসান মিরাজের কাছ থেকে দারুণ সঙ্গ পেয়েছেন সাকিব। মিরাজ ৪০ বল খেলে ৯ রানে অপরাজিত। সাকিব ৬৯ বলে ৩টি চার ২টি ছক্কার সাহায্যে দিন শেষে ৪০ রানে অপরাজিত। ভারতের পক্ষে ৫০ রানে তিন উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল।