জাইকার সাবেক জাতীয় উপদেষ্টা প্রফেসর মো. শামসুল হক চৌধুরী গত ৩০ মে রাত ১১টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি তিন পুত্র, চার কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ আছর চান্দগাঁও আবাসিক এলাকা জামে মসজিদে জানাজা শেষে তাঁকে আবাসিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, মরহুম শামসুল হক চৌধুরী ব্রিটিশ সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৯ সালে ইংল্যান্ডের রিডিং ইউনিভার্সিটি থেকে এমএস করেন। তিনি চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাবেক সিনিয়র সহ -সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি মঞ্জুর হোসেন এমপির শ্বশুর এবং কবি-ছড়াকার আহসানুল হক ও চট্টগ্রাম বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হকের পিতা। প্রেস বিজ্ঞপ্তি।