নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী শুক্রবার (২৬ নভেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।
সাগরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্টেডিয়ামটির চারপাশ দৃষ্টিনন্দন হলেও গ্যালারির ১৮ হাজার চেয়ারের প্রায় অর্ধেকই নেই। যেগুলো আছে সেগুলোর অধিকাংশই ভাঙাচোরা। স্টেডিয়ামটির ভাঙা চেয়ারের ছবিটি তুলেছেন অনুপম বড়ুয়া।