নগরীর ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া সমর্থনে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নগরীর নোয়া পাড়া, আব্দুল আলী নগর, অলংকার, একে খান এলাকায় ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বিভিন্নি অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
গণসংযোগকালে কাউন্সিলর পদপ্রার্থী সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে নান্দনিক চট্টগ্রাম গড়তে ও নগরবাসীর অধিকার নিশ্চিতকরণ, গ্রীন ও ক্লিন সিটি আরও অগ্রগতি করতে এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে মেয়র পদে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে আমাকে মিষ্টি কুমড়া প্রতীকে ভোট দিন।