চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। তিনি গতকাল মঙ্গলবার সকাল থেকে নগরীর চাকতাই খাল, রাজাখালী খাল, চাকতাই ডাইভারশন খাল, হিজড়া খাল, বহদ্দারহাট, শুকলবহর, প্রবর্তক, মেহেদীবাগে জলাবদ্ধতা নিরসনে প্রকল্পের আওতায় চলমান কাজ সমূহ পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। পরিদর্শনকালে সিডিএ চেয়ারম্যানের সঙ্গে জলাবদ্ধতা প্রকল্প নিরসন প্রকল্প বাস্তবায়নকারী বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের কর্মকর্তা এবং সিডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।