চৌধুরীহাট শ্মশানেশ্বরী মন্দিরে দুর্ধর্ষ চুরি

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৬ মে, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

হাটহাজারীর চৌধুরীহাট শ্মশানেশ্বরী কালী মাতার মন্দিরে গত রবিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইন্দ্রজিৎ ঘোষ বলেন, চোরের দল মন্দিরের দুটি দান বাক্স লুট করে নিয়ে যায়। এ পর্যন্ত এ মন্দিরে পাঁচবার চুরি সংঘটিত হয়। গত সোমবার হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা চুরির ঘটনা তদন্তে পরিদর্শনে আসেন, মন্দিরে সিসি ক্যামেরা থাকা সত্বেও চোরের দল এই মন্দিরে চুরি সংঘটিত করে আসছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার নাথ, সাধারণ সম্পাদক রিমন মুহুরী। ইদানিং উপজেলায় চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। চিকনদন্ডী ইউনিয়নের খন্দকিয়া গ্রামে রনি দাশ রকেট বলেন, ভৈরব ঠাকুরবাড়ি এলাকায় গভীর রাতে চোরের দল আমার বাড়ির লোহার গেট তালা কাটতে চেয়েছিল। এলাকার জনসাধারণ সতর্কতা থাকার কারণে চোর তেমন একটা সুবিধা করতে পারে না। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজিব শর্মা ইতিমধ্যে এলাকাভিত্তিক বিট পুলিশ এবং দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভিত্তিক পুলিশ কর্মকর্তাদের মোবাইল ডিউটিসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধজলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে সিডিএ চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধইউএসটিসিতে বায়োটেকনোলজির পরিচিতি শীর্ষক ওয়েবিনার