ইসলামী ফ্রন্ট মনোনীত মেয়রপ্রার্থী মাওলানা এম এ মতিন বলেন, ২৩, ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে রয়েছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর অফিসসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা। নগরীতে আলাদা গুরুত্ব রয়েছে এ ওয়ার্ডগুলোর। নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, মাদক ব্যবসা, চাঁদাবাজি, অসামাজিক কার্যকলাপ, ঘিঞ্জি ও ভঙ্গুর রাস্তাঘাটসহ সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। গতকাল মঙ্গলবার নগরীর ১১, ১২, ১৩ ও ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন স্পটে গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন। গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক স.উ.ম আবদুস সামাদ, মাওলানা ওবাইদুল, মোস্তফা কদমরসূলী, মাওলানা আশরাফ হোসাইন, মাওলানা গিয়াস উদ্দিন নেজামী, মুহাম্মদ হাবিবুল মোস্তফা সিদ্দিকী, আলমগীর বঈদী, জামাল উদ্দীন, আবু তৈয়ব চৌধূরী, মো. মহিউদ্দীন, আমির হোসেন, জহির রায়হান, শাহজাহান বাদশা, এইচ এম বেলাল, রাশেদুল ইসলাম ফারুকী, মুহাম্মদ ওসমান, শাহেদুল ইসলাম, আরিফুর রহমান, তৌহিদুল আলম, নুরুল আজিম আলী হোসাইন, মোবারক আলী, সাজ্জাদ হোসাইন, নিজাম উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।