জাসাস : জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
গতকাল শনিবার বিএনপি’র দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে ধানের শীষের সমর্থনে শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সমন্বয়ে ট্রাক যোগে নির্বাচনী সংগীত প্রচারণা শুরু হয়ে নগরীর নুর আহমেদ সড়ক, জিইসির মোড়, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ, নিউ মার্কেট, বন্দর এলাকা প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী চট্টগ্রাম মহানগর জাসাসের সভাপতি আব্দুল মান্নান রানা, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন, সিনিয়র সহ-সভাপতি দোস্ত মোহাম্মদ, সহ-সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, শফি আলম, নজরুল ইসলাম তুহিন, রুবেল বড়ুয়া, আবুল কালাম, এস এম তারেক, গোলাম মো. শরিফ, আব্দুল হান্নান শিবলী, নাজিম উদ্দিন, মো. মাহাবুব ইসলাম, নাহিদা আক্তার, রাজ সাগর, ইসরাত জাহান উর্মি, গাজী রুপা প্রমুখ। এসময় কণ্ঠশিল্পী আবদুল মান্নান রানা চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নের জন্য আগামী ২৭ জানুয়ারি ডা. শাহাদাত হোসেনকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি : দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির উদ্যোগে চসিক বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে গণসংযোগ চালানো হয়েছে। নেতৃবৃন্দ ঘাটফরহাদবেগ, আফিং গলি, কাটাপাহাড়, কোরবানিগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন। এসময় বিএনপির চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নানের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মজিবুর রহমান চেয়ারম্যান, জামাল উদ্দিন, যুবদল নেতা যুবরাজ, বাহাদুর, জুয়েল, আরিফ, বেলাল, কফিল, আব্দুল মোমেন, রুবেল পাশা প্রমুখ।
নাগরিক ঐক্য পরিষদ : চসিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের সমর্থনে চট্টগ্রাম নগরীর গুলজার, মতি টাওয়ার, এ্যাপোলো, ভিআইপি টাওয়ার, রহিমা কমপ্লেঙে চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ প্রতিনিধি দলের প্রচারণা চালানো হয়।
চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, আরশে আজিম আরিফ এর যৌথ নেতৃত্বে প্রচারণায় আরো উপস্থিত ছিলেন জান্নাতুল নাঈম রিকু, এডভোকেট ফরিদা আক্তার, রওশন আরা বেগম, ফরিদা ইয়াসমিন, বেগম তাহেরা মহরম, শাহনাজ চৌধুরী রিনা, জান্নাতুল সায়রা, নিলুফার ইয়াসমিন, সুব্রত আইচ, ইব্রাহিম, তাসলিমা আক্তার মনি, খাদিজা বেগম।







