জলবায়ু বিষয়ে আলিয়ঁস ফ্রঁসেজের গোলটেবিল আলোচনা ৫ ডিসেম্বর

| রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৪৮ পূর্বাহ্ণ

কপ২৮ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উদ্যোগে ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলা : চট্টগ্রামের পরিস্থিতি’ বিষয়ে গোলটেবিল আলোচনা আগামী ৫ ডিসেম্বর সন্ধ্যায় ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এর আগে সন্ধ্যা ৬টায় ‘প্যারাডাইস’ (আলেকজান্ডার আবাতুরভ) নামে একটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

এতে আলোচক থাকবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ নাজিমুদ্দিন, বিটার নির্বাহী পরিচালক শিশির দত্ত, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সাবেক পরিচালক মো. জাফর আলম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের পরিচালক হিল্লেল বিশ্বাস, কবি সাংবাদিক আহমেদ মুনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক ড. আকতার হোসেন এবং লিটল জুয়েলস স্কুলের অধ্যক্ষ দিলরুবা আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে বিদেশি পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই
পরবর্তী নিবন্ধগানে কথামালায় পান্না কায়সারকে স্মরণ