জর্ডানের কাছে ৫ গোলে হার সাবিনাদের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ২০ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৩৩ পূর্বাহ্ণ

ধারে-ভারে সবদিকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে জর্ডান। যেমন পুরুষ ফুটবলে, তেমন নারীদেরও। মাঠেও সেই শক্তিমত্তার পরিচয় দিয়ে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে জর্ডানের মেয়েরা। যদিও প্রত্যয় ছিল সেরাটা দেওয়ার, লড়াই করার। তবে তেমন কিছু করতে পারলেন না সাবিনা-কৃষ্ণারা। বড় হার দিয়ে মেয়েদের এএফসি এশিয়ান কাপের বাছাই শুরু করল তারা। উজবেকিস্তানে রোববার ৫-০ গোলে হারে বাংলাদেশ। আগামী ২২ সেপ্টেম্বর বুধবার নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ।
ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৪ ধাপ এগিয়ে থাকা জর্ডানকে ৩৫ মিনিট পর্যন্ত আটকে রেখেছিল বাংলাদেশ। তারা গোলের দেখা পায় ৩৫তম মিনিটে; শাহনাজ জেবরিন এগিয়ে নেন দলকে। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন বানাজাইদ আল বিতার। প্রথমার্ধে জর্ডান এগিয়েছিল ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে মাইশা জিয়াদ জেবারাহ ১৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়ে যায়। জর্ডান অধিনায়ক ৬২, ৬৭ ও ৭৭তম মিনিটে জালে বল পাঠান।

পূর্ববর্তী নিবন্ধশেষ দিনের খেলাও ভেসে গেল বৃষ্টিতে
পরবর্তী নিবন্ধকলকাতার ভালো সম্ভাবনা দেখছেন সাকিব