চারদিক যখন খাঁ খাঁ রোদ্দুর, কাঠফাটা দহন যাতনায় প্রাণীকুল। তখন, কবি’র দৃষ্টি যায় দূর সমুদ্দুর, কবি শুনতে পায়, টুপ টুপ বৃষ্টির মিষ্টি কথন। খাতার পাতায় ছুটে চলে কবির শাণিত কলম। কালের অপেক্ষায় থেমে থাকে যদি কবির কলম, তখনই ঘটে ছন্দে পতন। রূপক অর্থে ছন্দতালে অন্ত্যমিলে কবির লেখা চয়নগুলো শুধুই কি কবিতা? না, সমাজ বিনির্মাণে কবিগণের কবিতার কথামালাগুলো সহায়ক শক্তি হয় মানুষরূপী প্রাণীদের সত্যিকারের মানুষ হতে। –তাই, কবিগণ এমন। এমনই হওয়া চাই। জরাজীর্ণ সমাজ ভেঙে, নতুন সমাজ গড়তে। সকলকে প্রাণিত করবে অন্যায়ের বিরুদ্ধে লড়তে।