জয় দিয়ে শুরু শতদল জুনিয়রের

প্রথম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৬ মার্চ, ২০২৪ at ৯:১৬ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে জয় দিয়ে শুরু করেছে শতদল জুনিয়র। গতকাল মঙ্গলবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল জুনিয়র ২ উইকেটে ঐতিহ্যবাহী স্টার ক্লাবকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করে স্টার ক্লাব ৪৪.৪ ওভারে ২১৪ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে রুবায়েত রিদওয়ানের ব্যাট থেকে। ৭৬ বল খেলে তিনি ৮১ রান সংগ্রহ করেন। এছাড়া মো. সোহেল ১৭, মোহাম্মদ জোবায়ের ১৩,মাহবুবুর সুমন ১৪,মীর মো. রবিউল ২০,সিয়াম মিয়া ১৩ এবং তানভীর হাসান ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৮ রান। জবাবে শতদল জুনিয়র ৪৮.৪ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২১৮ রানে পৌঁছে যায়। দলের পক্ষে শাহেদ হোসেন সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত ছিলেন। এছাড়া শাহরিয়ার হোসেন ৪৭, সোহাগ আলী ৩১,ফারহান আরাফাত ২৫ রান করে। অন্যদের মধ্যে জিহাদুল ইসলাম ১৩, রাসেল আহমেদ সাকিব ১১ এবং রাশেদুল ইসলাম ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৮ রান। স্টার ক্লাবের পক্ষে তানভীর হাসান ৩টি এবং ইমরান হোসেন ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন মো. সোহেল, তৌহিদুল ইসলাম এবং সিয়াম মিয়া। আজকের খেলায় অংশ নেবে কোয়ালিটি স্পোর্টস এবং নিমতলা লায়ন্স ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধসিটি কলেজ ছাত্র-সংসদের বার্ষিক আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.৭৪ কোটি টাকা