জয়ার সিনেমার পোস্টার শেয়ার করে অজয়ের শুভেচ্ছা

| রবিবার , ১৫ অক্টোবর, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

বলিউড অভিনেতা অজয় দেবগনের পোস্টে পাওয়া গেল জয়া আহসান অভিনীত ‘দশম অবতার’র পোস্টার। পাশাপাশি জানিয়েছেন সিনেমাটির জন্য শুভেচ্ছাও। ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে পরিচালক সৃজিত মুখার্জি নির্মিত ‘দশম অবতার’র ট্রেলার। টানটান উত্তেজনা, রহস্যরোমাঞ্চে ভরপুর ট্রেলার দেখে মুগ্ধ ভক্তরা। টলিউড ইন্ড্রাস্ট্রির এমন বহু প্রতীক্ষিত সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মুম্বাই নগরীও। খবর বাংলানিউজের। এর আগে বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন সিনেমার ট্রেলার দেখেই পাঠিয়েছিলেন শুভেচ্ছা বার্তা। এমনকী সবাইকে সিনেমাটি দেখার অনুরোধও করেছিলেন। এবার শুভেচ্ছা জানালেন অজয় দেবগন। বলিউড সুপারস্টার অজয় দেবগন সামাজিকমাধ্যমে জিও স্টুডিও এবং এসভিএফ এন্টারটেইনমেন্টের আসন্ন বাংলা কপ ড্রামা ‘দশম অবতার’র টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা বিশেষ করে উল্লেখ করেছেন, ভারতের বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম চিরসবুজ নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা।

যিনি সিনেমাটিতে একজন বাঙালি পুলিশ অফিসার প্রবীরের ভূমিকায় নেতৃত্ব দেন। গতকাল শনিবার দেওয়া ওই পোস্টে অজয় লেখেন, শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিংহমের তরফ থেকে প্রবীরকে শুভেচ্ছা।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল শিল্পকলায় নাটক ‘বদলি’
পরবর্তী নিবন্ধপ্রেমহীন আইরিন