জমে থাকা পানিতে মশার লার্ভা, ৯২ হাজার টাকা জরিমানা

দক্ষিণ খুলশীর ১২ ভবন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জুলাই, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় নগরের দক্ষিণ খুলশীর ১২ ভবন মালিককে ৯২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কয়েকজন চিকিৎসকের বাড়ি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের ভবন রয়েছে।

গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম। আজাদীকে তিনি বলেন, প্রায় ৫০টির মত বাড়ি পরিদর্শন করেছি। অনেকগুলো ভবনে ফুলের টব এবং ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা পেয়েছি। এমনকি খাওয়ার পানির টাংকিতেও মশার লার্ভা ছিল। নির্মাণাধীন ভবনের ড্রামে জমে থাকা পানিতেও ছিল লার্ভা। অথচ একটু সচেতন হলে পানিগুলো পরিষ্কার করলেই হয়ে যেত।

পূর্ববর্তী নিবন্ধবোনের বিয়ের বাজার করে ফেরা হলো না ফয়সালের
পরবর্তী নিবন্ধ৯৫ শতাংশ মৃত্যু ঝুঁকিপূর্ণভাবে রাস্তা ব্যবহারকারী তিন শ্রেণির লোকের