প্রথম বিভাগ ক্রিকেট লিগের শিরোপা লড়াই বেশ জমে উঠেছে। লিগের সুপার ফোর পর্বে গতকাল দুই শিরোপা প্রত্যাশির লড়াইয়ে কোয়ালিটি স্পোর্টস ক্লাব ৮ রানে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে হারিয়ে দিলে জমে উঠে শিরোপা লড়াই। এখন লিগের শিরোপা নির্ধারনী পর্বের আর দুটি ম্যাচ বাকি। যেখানে আগ্রাবাদ নওজোয়ান মুখোমুখি হবে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার আর কোয়ালিটি স্পোর্টস ক্লাব মুখোমুখি হবে সিটি কর্পোরেশন একাদশ গ্রীনের। এই ম্যাচে যে দল হারবে তারা বাদ পড়বে শিরোপা থেকে। আর যদি দু’দলই জিতে তাহলে শিরোপা নির্ধারণের জণ্য রান রেটের হিসেব করতে হবে। রান রেটের ভিত্তিতেই নির্ধারিত হবে প্রথম বিভাগ লিগের চ্যাম্পিয়ন দল।
গতকাল সা্গরিকাস্থ মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে কোয়ালিটি স্পোর্টস ক্লাব। কিন্তু মাত্র ১৬ রানেই দুই ওপেনারকে হারায় কোয়ালিটি। তবে মাঝখানে ফয়সাল সরকারের হাফ সেঞ্চুরির উপর ভর করে শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১৮৩ রান করে অল আউট হয় কোয়ালিটি স্পোর্টস। ফয়সাল ৩৬ বলে করেন ৫৩ রান। এছাড়া মেহেদী ২৬, মাহাফিল ১৮, আশরাফ ১৮, ইরফান ২১ এবং অলি উল্লাহ করেন ২৩ রান। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে তানভীর ৩ উইকেট নেন ৩৯ রানে। ৩২ রানে ২ উইকেট নেন ইমরান।
১৮৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাবাদ নওজোয়ান ১০ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে বাবু এবং রাকিব মিলে ৫৯ রান যোগ করে। এজুটি ভাঙ্গার পর দ্রুত আরো দুটি উইকেট হারায় নওজোয়ান। মিডল অর্ডারে সুশান্ত এবং শেষ দিকের ব্যাটাররা দলকে জয়ের দিয়ে এগিয়ে নিয়ে গেলেও শেষ পর্যন্ত ৮ রনান দুরে থাকতে থামতে হয় আগ্রাবাদ নওজোয়ানকে। নির্ধারিত ৩৬ ওভারে ৯ উইকেটে ১৭৫ রান করতে সক্ষম হয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। দলের পক্ষে বাবু ৩৬, রাকিব ৩৭, সুশান্ত ৩১, শওকত ১৩, ইমরান ২০ এবং তানভীর করে ১৪ রান। কোয়ালিটি স্পোর্টস ক্লাবের পক্ষে ফয়সাল সরকার নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন জুনায়েদ এবং অলি উল্লাহ।