সাতকানিয়ায় ২৬ দিন আগে জব্দকৃত কাঠবোঝাই ট্রাক থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। থানা কম্পাউন্ডে থাকা ট্রাক থেকে গতকাল মঙ্গলবার ভোরে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই আহসান হাবিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গত ২৪ ডিসেম্বর ভোরে ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি কাঠবোঝাই ট্রাক জব্দ করা হয়। এসময় রামুর খুনিয়া পালং এলাকার আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। ওই দিন তার কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে গত সোমবার তার স্বীকারোক্তির ভিত্তিতে ট্রাকের উপর থাকা কাঠের টুকরোর ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় আরো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, পূর্বে জব্দকৃত ট্রাক থেকে পুনরায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি আবুল কাশেমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।