জবিতে উন্নতমানের ক্যাফেটেরিয়া চাই

| বুধবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের একমাত্র অনাবাসিক বিশ্ববিদ্যালয় হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার। এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি ক্যাফেটেরিয়া। যার আসন সংখ্যা মাত্র ৬০টি। এই ক্যাফেটেরিয়াতে বর্তমানে মোট টেবিল আছে ১২ টি এবং প্রতিটি টেবিলে আসন রয়েছে ৫ টি। সে হিসাবে মোট আসন ৬০ টি। এই ৬০ টি আসনের মধ্যে কয়েকটি আসন বসার উপযুক্ত নয়। অনাবাসিক বিশ্ববিদ্যালয় হওয়ায় শিক্ষার্থীদের সকালের নাস্তা ও দুপুরের খাবারের একমাত্র ভরসা হলো এই ছোট ক্যাফেটেরিয়া। বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন শিক্ষার্থীদের খাবারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়। দাঁড়ানোর পর খাবার পেলেও বসার জায়গা পায় না। এই দীর্ঘ লাইনে দাঁড়ানো ফলে শিক্ষার্থীদের সময় নষ্ট হয়।

শুধু আসনে নয়, শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে খাবারের মান ও দাম নিয়েও। এই নিম্নমানের খাবারের দাম বেশি রাখায় শিক্ষার্থীরা অনেক ভোগান্তির মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত। আবার, ক্যাফেটেরিয়ার দুপুরের খাবার শেষ হয়ে যায় প্রায় ২টা থেকে আড়াইটার মধ্যে। ফলে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনে খেতে হয়। এসব বাইরের খাবার খেয়ে শিক্ষার্থীরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। ফলে অনেক সময় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

তাই, বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উন্নতমানে ক্যাফেটেরিয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

নাদিরা হক অর্পা

শিক্ষার্থী,

দর্শন বিভাগ,

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

পূর্ববর্তী নিবন্ধপঙ্কজকুমার মল্লিক : এক অজেয় শিল্পী
পরবর্তী নিবন্ধএকুশে ভাবনা