হাত দিয়ে সে ছোঁয় না পাহাড়, যায় কাছে সে জল উড়িয়ে; বৃষ্টিধারায় সিক্ত করে, নদীর সাথে যুক্ত করে, প্রেমপলি সব নেয় কাছে তার বুক-জড়িয়ে। এমন করে সাগর হতে ক’জন পারে, ক’জন পারে জল উড়াতে; তাই বলে কি প্রেম দেবে না এই সাহারায়? পারতাম যদি সাগর হতাম, দিতাম তোমায় জলের চিঠি; আকাশ তোমায় পৌঁছে দিত- ঝম-ঝমা-ঝম প্রেমের দিঠি; না এসে কি পারতে তুমি প্রেম-মোহনায়?