জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভা

| রবিবার , ২৮ মে, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে গত ২৩ মে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরী।

পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্যের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। আর্থিক প্রতিবেদন পেশ করেন পরিষদের অর্থ সম্পাদক রতন আচার্য্য। বক্তব্য রাখেন পরিষদের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি সুজিত কুমার বিশ্বাস, সমাজসেবক অভিজিৎ ধর বাপ্পী, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. চন্দন তালুকদার ও বিমল কান্তি দে, ডা. মনোতোষ ধর, সাধন ধর, মাইকেল দে, দিলীপ দাশ, পরেশ চন্দ্র চৌধুরী, লায়ন দুলাল চন্দ্র দে, চন্দন দাশ, লায়ন তপন কান্তি দাশ, প্রকৌশলী আশুতোষ দাশ, তাপস কুমার নন্দী, লায়ন রবিশঙ্কর আচার্য্য, লায়ন শংকর সেনগুপ্ত, বিপ্লব কুমার চৌধুরী, অরূপ রতন চক্রবর্তী, বাবুল ঘোষ বাবুন, রতন আচার্য্য, আশীষ চৌধুরী, সুমন দেবনাথ, শ্রীপ্রকাশ দাশ অসিত, সলিল কান্তি গুহ, সুভাষ দাশ, শিবু প্রসাদ দত্ত, অরুন চৌধুরী, এড. নিখিল কুমার নাথ, এড. নটু চৌধুরী, কানু রাম দে, প্রকৌশলী সুভাষ গুহ, হিল্লোল সেন উজ্জ্বল, প্রকৌশলী সঞ্জিব বৈদ্য প্রমুখ। সভায় বিগত ২০২১২২ অর্থবছরের জন্মাষ্টমী ও রাস মহোৎসবের আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে পাশ হয় এবং জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আগামী ১৬ জুন জেএম সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবির ‘ডি’ ইউনিটে পাসের হার ৩৩%
পরবর্তী নিবন্ধহামলা করে গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না