জন্মভূমি

প্রহর নন্দী | শুক্রবার , ১৫ মার্চ, ২০২৪ at ৫:০৮ পূর্বাহ্ণ

বাংলা আমার গর্ব এই

জাতির অহঙ্কার,

পরাধীনতার মুখে সবাই

দেয় যে হুঙ্কার।

এই ঘটনার প্রমাণ আমরা

পেয়েছি বারংবার,

তাই কখনও এই জাতিকে

মানতে হয়নি হার।

দেশভাগের পরেও হলো না

জুলুমের ইতি

হায়েনারা বাঙালি মনে

ঢোকাতে চেয়েছিল ভীতি।

এরই মধ্যে বাঙালি জাতি

পেল মহান নেতা,

তিনিই হলেন বঙ্গবন্ধু

তিনিই জাতির পিতা।

তিনি করলেন বাঙালির উপর

জুলুমের প্রতিবাদ,

কমালেন তিনি বাঙালিমনের

দুঃখ ও বিষাদ।

একাত্তরের ২৬ মার্চ দেন

স্বাধীনতার ডাক,

মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লো

বীর বাঙালির ঝাঁক।

১৬ ডিসেম্বর পাকবাহিনী

মেনে নিল পরাজয়,

বাঙালি পেল বহুদিনের

আকাঙ্ক্ষিত বিজয়।

পূর্ববর্তী নিবন্ধকিশোর গ্যাং এবং ঋত্বিক নয়নের প্রতিবেদন
পরবর্তী নিবন্ধসততার জীবন কঠিন কিন্তু সম্মানের