এইসব কবিতারা দুর্ভাগা হবে
প্রতিটি শব্দ, বর্ণ, যতিচিহ্ন
দ্রুত পরে নেবে শোকের পোশাক
রমনার বটমূলে সমবেত কণ্ঠে
যুবতী রমণীদের বর্ষ আবাহন
বালুকার ঠোঁটে জলজ সমুদ্রের নিরন্তর মৈথুন
ধ্যানমগ্ন তাজিং ডং পাহাড়ের সবুজ উচ্চতা
পূর্ণিমা রাতে নক্ষত্রখচিত আকাশ জমিন
দিগন্তরেখায় বিদায়ী সূর্যের শেষ অনুরাগ
পর্যটক চোখে লব্ধ জীবনের এইসব অভিজ্ঞান
সবকিছু নিরেটব অর্থহীন হবে
আমাকে না আঁকো মেয়ে যদি তুমি চোখের তারায়
জন্মও হবে অভিশপ্ত কিছু
আমাকে না ঢালো যদি তুমি এতটুকু শরীরী দ্রবণ
ভালোবাসাশূন্য পূর্ণতা কি পায়
প্রকৃতির কোনো শুদ্ধতম পাঠ?
কী এমন ক্ষতি আমাকে দিলে তোমার বুকের তরল
গুমোট বৈশাখে খুলে দিলে জলজ ওই হৃদয় কপাট!