চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনও ফুটওভার নেই অনেকদিন। পত্র পত্রিকায় বারংবার লেখালেখির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদ্যবদি আগ্রহ পরিলক্ষিত হয়নি। এই বিষয়টা কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক ইস্যু নয়। কারো পক্ষে বিপক্ষে যাবার বিষয় নয়। একটা ভালো কাজের আবেদন। একটা সদকায়ে জারিয়ার মত শুভকাজের আবেদন। গণমানুষের স্বস্তির পথ চলাচল কষ্টদায়ক হলে তা সারিয়ে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে। বিভিন্ন হাদিসে বয়ান আছে, পথের মধ্যে সাধারণ পথিকের পায়ের তলায় কষ্টদায়ক ক্ষতিকারক কিছু পড়লে কষ্ট পায় সে সব ক্ষতিকর বস্তু সড়িয়ে ফেলে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। ঠিক সেরকম সাধারণ মানুষের চলা ফেরার জন্য নিরাপধ পথের বা চলাচলের ব্যবস্থা করলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়।
এমতাবস্থায়, আমরা সাধারণ জনগণ বিনয়ের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রের মোড়গুলোতে যেমন দুই নম্বর গেইট মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড়, লালখান বাজার মোড়, টা্ইগার পাস মোড়, দেওয়ান হাট মোড়, পাঠানটুলী চৌমুহনী মোড় এবং আগ্রাবাদের বাদামতল মোড়গুলোতে এস্কেলেটর সিস্টেম ফুটওভার ব্রিজ স্থাপন করলে সাধারণ মানুষগুলোর বড়ই উপকার হবে। এস্কেলেটর সিস্টেম এর জন্য বললাম যে, বয়োবৃদ্ধ, অসুস্থরা যেন সহজে রাস্তা পারাপার হতে পারে। এ ব্যাপারে সাধারণ জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
এস.এম.এ মোক্তাদির (সপু)
জনস্বার্থে ফুটওভার ব্রিজ চাই
চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনও ফুটওভার নেই অনেকদিন। পত্র পত্রিকায় বারংবার লেখালেখির পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অদ্যবদি আগ্রহ পরিলক্ষিত হয়নি। এই বিষয়টা কোনও ব্যক্তিগত বা রাজনৈতিক ইস্যু নয়। কারো পক্ষে বিপক্ষে যাবার বিষয় নয়। একটা ভালো কাজের আবেদন। একটা সদকায়ে জারিয়ার মত শুভকাজের আবেদন। গণমানুষের স্বস্তির পথ চলাচল কষ্টদায়ক হলে তা সারিয়ে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যাবে। বিভিন্ন হাদিসে বয়ান আছে, পথের মধ্যে সাধারণ পথিকের পায়ের তলায় কষ্টদায়ক ক্ষতিকারক কিছু পড়লে কষ্ট পায় সে সব ক্ষতিকর বস্তু সড়িয়ে ফেলে দিলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। ঠিক সেরকম সাধারণ মানুষের চলা ফেরার জন্য নিরাপধ পথের বা চলাচলের ব্যবস্থা করলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়।
এমতাবস্থায়, আমরা সাধারণ জনগণ বিনয়ের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রের মোড়গুলোতে যেমন দুই নম্বর গেইট মোড়, জিইসি মোড়, ওয়াসার মোড়, লালখান বাজার মোড়, টা্ইগার পাস মোড়, দেওয়ান হাট মোড়, পাঠানটুলী চৌমুহনী মোড় এবং আগ্রাবাদের বাদামতল মোড়গুলোতে এস্কেলেটর সিস্টেম ফুটওভার ব্রিজ স্থাপন করলে সাধারণ মানুষগুলোর বড়ই উপকার হবে। এস্কেলেটর সিস্টেম এর জন্য বললাম যে, বয়োবৃদ্ধ, অসুস্থরা যেন সহজে রাস্তা পারাপার হতে পারে। এ ব্যাপারে সাধারণ জনগণের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি।
এস.এম.এ মোক্তাদির (সপু)
খুলশী, চট্টগ্রাম।