আমরা করি প্রবাসে বাস

মির্জা মোহাম্মদ আলী | শনিবার , ২৫ নভেম্বর, ২০২৩ at ৮:৫৪ পূর্বাহ্ণ

আমরা করি প্রবাসে বাস

মন থেকে যায় দেশে

অর্থ উপার্জনে থাকি

দেশকে ভালোবেসে

আমরা আনি দেশের জন্য

ভবিষ্যতের আলো

অনেক মেহনতের পরও

মুখ করি না কালো

আমরা যতো দূরে থাকি

মাতৃভূমি ছেড়ে

বলতে পারি মাগো আমরা

যাইনি কিন্তু হেরে

আমরা আছি থাকব সদা

দেশের সুনাম করতে

বাংলাদেশকে মনের মতো

জীবন দিয়ে গড়তে

আমরা অতি শ্রম দিয়ে যাই

বুকের রক্ত দিয়ে

ভালোবেসে থাকতে মায়ের

সুন্দর দেশটি নিয়ে

আমরা যেথা যাই না কেনো

যাইনি মাকে ভুলে

দেশের নামটি থাকে আমার

বুকের ভেতর ঝুলে।

পূর্ববর্তী নিবন্ধজনস্বার্থে ফুটওভার ব্রিজ চাই
পরবর্তী নিবন্ধজয় হোক সাহিত্য ও সংস্কৃতির