চতুর্থ শিল্প বিপ্লবের সাথে তাল মিলিয়ে প্রকৌশল এবং প্রযুক্তি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিতে করণীয় অনুসন্ধানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শুরু হয়েছে দুদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স ‘আইসিএসডিটিআইআর-২০২১’। ১২ ও ১৩ মার্চের এ কনফারেন্সের আয়োজনে নেতৃত্ব দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ৭টি দেশের গবেষকরা মোট ৩৯টি গবেষণাপত্র এবারের কনফারেন্সে উপস্থাপন করবেন যার মধ্যে সেরা ৪টি গবেষণা পত্রকে দেয়া হবে ৬০০ ডলার মূল্যমানের সম্মাননা। কনফারেন্সের প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পাশাপাশি বাংলাদেশের জনসম্পদকে মানবসম্পদে পরিণত করার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি। আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা এ ধরনের কনফারেন্স, গবেষণা কার্যক্রমের মাধ্যমে প্রযুক্তি জ্ঞানে দক্ষ হয়ে দেশের অর্থনীতির আধুনিকায়নে ভূমিকা রাখতে পারবে।
তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কনফারেন্সে কি-নোট স্পিকারের বক্তব্যে বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের অর্থনীতির ভবিষ্যতের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে এসেছে। আমরা আমাদের শ্রমভিত্তিক অর্থনীতিকে প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতিতে পরিণত করার জন্য গবেষণা খাতে ব্যাপক বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, আইটি পার্ক নির্মাণের মতো অনেকগুলো কৌশল গ্রহণ করেছি যা বাস্তবায়িত হলে দেশের অর্থনীতি বদলে যাবে, তৈরি হবে নতুন নতুন কর্মসংস্থান।
কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক পানি সম্পদ উপমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও চেয়ারম্যান এ কে এম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বাস্তবায়নে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বরাবরই বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসছে। মুুজিববর্ষে আয়োজিত এ কনফারেন্স বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত আধুনিক সোনার বাংলা গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা করি।
কনফারেন্সে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরল আনোয়ার। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান, অধ্যাপক ড. সিলিয়া শাহনাজ, অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ, অধ্যাপক ড. অভিক ভট্টাচার্য, অধ্যাপক ড. খন্দকার এ মামুন, অধ্যাপক ড. সাইফুর রহমান, ড. আবু সাদাত মোহাম্মদ সায়েম।
আজ কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সাইফুজ্জামান শিখর এমপি। প্রেস বিজ্ঞপ্তি।