নাগরিক দুর্ভোগ লাঘবে সকলের সহযোগিতা কাম্য

প্যাচ ওয়ার্ক কার্যক্রম চলাকালে মেয়র

| শনিবার , ১৩ মার্চ, ২০২১ at ৮:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনের মধ্যে নগরীর জনগুরুত্বপূর্ণ সমস্যা সমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিরসন কল্পে চলমান প্যাচ ওয়ার্ক প্রোগামের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার বিভিন্ন ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে অংশ নেন চসিকের প্রকৌশল, পরিচ্ছন্ন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিয়োজিত জনবল। হোয়াটস আ্যপে সংযোগের মাধ্যমে মেয়র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্যাচ ওয়ার্ক কার্যক্রমের খোঁজ-খবর নেন। এসময় তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, পরিচ্ছন্নতা, মশক নিধন ও বেহাল সড়ক মেরামত করে দুর্ভোগ লাঘবে সকলের সহযোগিতা কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে। সমস্যা অবগত হওয়া মাত্র তা সমাধানে উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি নগরবাসীকে নালা-নর্দমা-খালে আবর্জনা না ফেলতে, পানি চলাচলের পথ উন্মুক্ত রাখতে এবং নিজ উদ্যোগে বাসা-বাড়ি-প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জাানিয়ে বলেন, এতে মশা প্রজননের প্রকোপ হ্রাস পাবে।
নগরীর বিভিন্ন ওয়ার্ডে চসিক পরিচালিত প্যাচ ওয়ার্কসহ মশক নিধন কার্যক্রম তদারকি করেন প্রকৌশলী ফরহাদুল আলম, প্রকৌশলী আবু ছিদ্দিক, মীর্জা ফজলুল কাদের, প্রকৌশলী তৌহিদুল হাসান, ফরিদ আহমদ, পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, হাসান রশিদ, ছৈয়দ আহমদ ছফা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপার্টিকে গতিশীল করতে থানা ও ওয়ার্ড কমিটি পুনর্গঠন করা হবে
পরবর্তী নিবন্ধজনসম্পদকে মানবসম্পদে পরিণত করতে প্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই