জননেতা এম এ আজিজের মৃত্যুবার্ষিকী আজ

| সোমবার , ১১ জানুয়ারি, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, একদফার প্রবক্তা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহযোগী এম এ আজিজের ৫০ তম মৃত্যুবার্ষিকী আজ।
এম এ আজিজ সংগ্রাম করেছেন ব্রিটিশ উপনিবেশ এবং পরবর্তীতে পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে। বঙ্গবন্ধুর উত্থাপিত ৬ দফার প্রথম সমর্থক এম এ আজিজ।
প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-কোরানখানি, মিলাদ মাহফিল ও পুষ্পমাল্য অর্পন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে ইউসেপ প্রতিনিধি দলের মতবিনিময়
পরবর্তী নিবন্ধনগরে ২৩ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ৪