জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ সরকার

মহানগর স্বেচ্ছাসেবক দলের সমাবেশে শাহাদাত

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৪৯ পূর্বাহ্ণ

সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ডিম, তেল, মাছমাংসের দামে সরকারের নিয়ন্ত্রণ নেই। সবকিছুই জনগণের নাগালের বাইরে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ অর্ধাহারেঅনাহারে জীবন যাপন করছে। এ সরকার মৌলিক অধিকার দিতে ব্যর্থ। তাই এই ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার আর দরকার নেই। সরকারকে বলব, অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় হোন। গতকাল বিকেলে সংগঠনের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খানের সভাপতিত্বে নগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বিশেষ অতিথি এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফখরুল ইসলাম রবিন প্রধান বক্তা ছিলেন।

আবুল হাসেম বক্কর বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। যখনই নির্বাচন আসে এবং সরকার বিরোধী আন্দোলন শুরু হয় তখনই জঙ্গি নাটক শুরু হয়। বিএনপির চলমান এক দফা আন্দোলন থেকে জনগণের দৃষ্টি সরাতেই আবারও সেই জঙ্গি নাটক শুরু করেছে। এতে কাজ হবে না। ফখরুল ইসলাম রবিন বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সমস্ত অর্জনকে ধ্বংস করেছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। এইচ এম রাশেদ খান বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক ইউসুফ হারুন পাটোয়ারী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, তোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান দিদার, খাইরুল আলম দিপু, মুজিবুর রহমান, এড সাইদুল ইসলাম, সেলিম রেজা, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূইয়া, জসিম উদ্দিন রকি, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষয়ক্ষতি দেখতে রাউজানে এলজিআরডির প্রধান প্রকৌশলী
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বারে আয়কর আইন ও অর্থ আইন শীর্ষক সেমিনার