‘সিআরবির প্রাকৃতিক পরিবেশ, সংস্কৃতি ও ঐতিহ্যগত এলাকা হিসেবে সংরক্ষণে সিডিএ ও সরকারের সিদ্ধান্ত,সংবিধানের বিধান,শহীদ মুক্তিযোদ্ধাদের কবর,স্মৃতিচিহ্ন সব ধ্বংস ও গুড়িয়ে দিয়ে যারা হাসপাতাল করতে চায় তারা চট্টগ্রামের শত্রু।
জনগণের আন্দোলনের সামনে সকল মিথ্যাচার, হুমকি, মুনাফালোভী মাফিয়া সিন্ডিকেটের তৎপরতার পরাজয় হবেই। সিআরবিতে হাসপাতাল ও কোন স্থাপনা নির্মাণের সমস্ত অপচেষ্টা চট্টগ্রামবাসী গুঁড়িয়ে দেবে।
গতকাল বৃহস্পতিবার নাগরিক সমাজ চট্টগ্রামের সমাবেশে বক্তারা একথা বলেন।বক্তারা আরো বলেন,চট্টগ্রামকে বাসযোগ্য ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে ১৯৯৫ সালে জাতিসংঘের সহায়তায় সিডিএর মাস্টার প্ল্যানে সিআরবি এলাকাকে ‘স্ট্রেটেজিক ওপেন স্পেস’ হিসেবে চিহ্নিত করে। মাস্টার প্ল্যানের আলোকে সিডিএ ‘ডিটেইল এরিয়া প্ল্যান(ড্যাপ)’ প্রণয়ন করে। ২০০৯ সালে যা প্রজ্ঞাপন জারি হয়। এতে ড্যাপ সিআরবিকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণের কথা বলা আছে। বক্তারা অবিলম্বে এ চুক্তি বাতিল করার দাবি জানান। নাগরিক সমাজ চট্টগ্রামের কো- চেয়ারম্যান ড. ইদ্রিস আলীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন প্রনব চৌধুরী, দিলরুবা খানম, চৌধুরী জসিমুল হক, সাবের আহমেদ, মোরশেদ আলম, সৈয়দ নাফিজ উদ্দিন, নারায়ণ দাশ, সৈয়দ নাজিমুল হক তুহিন, তাপস দে, আকরাম হোসেন, লোকমান ইসলাম মুন্না, জাহিদুল হক, নুরুল আজম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন জাফর। প্রেস বিজ্ঞপ্তি।