জনগণের অংশগ্রহণ ছাড়া এইডস নির্মূল সম্ভব নয়

আলোচনা সভায় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

| শুক্রবার , ২ ডিসেম্বর, ২০২২ at ১১:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেছেন, এইচআইভি একটি ভাইরাস যা শুধু মানুষের শরীরে সংক্রমিত হয়। এইডস ও এইচআইভি সৃষ্ট কতগুলো রোগের লক্ষণ এবং এটা মানুষ থেকে মানুষে সংক্রমিত হয়। কারো শরীরে এইচআইভি ভাইরাস আছে কিনা তা একমাত্র রক্ত পরীক্ষার মাধ্যমেই জানা সম্ভব। সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানগুলো সারাদেশে এসটিডি ও এইচআইভি এইডস নির্মূলে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এইডস নির্মূল করা সম্ভব নয়। এটি প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থাগুলোকে আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি’। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি। জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ সাখাওয়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোস্তফা জামাল হায়দার। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. মো. নওশাদ খান। মাল্টিমিডিয়ার মাধ্যমে এসটিডি ও এইচআইভি এইডস নির্মূল বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ নুরুল হায়দার। বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি, ডা. প্রমিতি কর্মকার, মো. কামরুজ্জামান উজ্জ্বল, মো. জামাল উদ্দিন, জয়জ্যোতি ভিক্ষু, নুরুল হাসেম, সম্পদ দে, মো. আবু তৈয়ব, সাহিদুল ইসলাম, মফিজুল আলম, টিটু পাল, মিঠু হিজড়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ধানী চমেক ইউনিটের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধসবাইকে একযোগে কাজ করে জনসভাকে সফল করতে হবে