জনগণকে আইনি সেবা প্রদানের আহ্বান

চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য বিষয়কে উপজীব্য করে সারা দেশের ন্যায় গতকাল ২৮ এপ্রিল চট্টগ্রামে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস২০২৩। এ উপলক্ষে সকালে ফেস্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন। পরে আদালত চত্বর থেকে র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি চট্টগ্রাম আদালত ভবন, লালদীঘি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জাহাঙ্গীর হোসেন বলেন, আমি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান থাকার সময় খুব কাছ থেকে অসহায় বিচারপ্রার্থী জনগণের কষ্ট অনুভব করেছি।

বিচারক ও আইনজীবীসহ অনুষ্ঠানে উপস্থিত সকলকে যার যার অবস্থান থেকে জনগণকে আইনি সেবা প্রদানের আহবান জানান তিনি। সভাপতির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা বলেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচারপ্রচারণা ও জনমত সৃষ্টি। এখনও এদেশের জনগণের একটি অংশ দরিদ্র ও নিরক্ষর।

এই দরিদ্র ও নিরক্ষর জনগণ তাদের আইনগত অধিকার সম্পর্কে ততটা সচেতন নয়। এসব মানুষের অধিকার লঙ্ঘিত হলে অথবা কোনো আইনি জটিলতায় পতিত হলে আর্থিক দৈন্যতা কিংবা সামাজিক প্রতিবন্ধকতার কারণে তারা আইন আদালতের আশ্রয় নিতে পারে না। এজন্য দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে। তিনি আরো বলেন, সমপ্রতি একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যাশনাল হেল্প লাইন প্রতিষ্ঠা করা হয়েছে।

হেল্প লাইন নম্বর১৬৪৩০। এর ফলে সারা দেশের মানুষ যেকোনও প্রান্ত হতে টোল ফ্রি কল করে আইনি পরামর্শ গ্রহণ করতে পারছে এবং কোথায় গেলে আইনি সেবা পাবে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাচ্ছে। লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের হেল্প লাইন নম্বর ০১৭০১২৬৭৩৮০তে ফোন করে আইন সহায়তা প্রার্থীরা লিগ্যাল এইড অফিসের সহায়তা নিচ্ছে। সভায় বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমী। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) শাহনেওয়াজ মনির।

সভায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল০৭ চট্টগ্রামের বিচারক (জেলা জজ) ফেরদৌস আরা, জেলা পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, ডিসি দক্ষিণ মো. মোস্তাফিজুর রহমান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম বজলুর রশিদ মিন্টু, মহানগর পাবলিক প্রসিকিউটর মো. আবদুর রশিদ ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়া জিএমসি-১৮ ব্যাচের পুনর্মিলন
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু