‘জনকল্যাণে সাওল হার্ট সেন্টার বিশেষ মাত্রা স্পর্শ করল’

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিনা রিং বিনা অপারেশনে হৃদরোগ প্রতিরোধ ও প্রতিকারের ৩০০তম ‘ফ্রি সাপ্তাহিক হার্ট সেমিনার’ গতকাল শনিবার ইস্কাটন গার্ডেন রোড, ঢাকায় সাওল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় দিল্লী থেকে অনলাইনে অভিনন্দিত করেন সাওল বাংলাদেশের এই অগ্রযাত্রাকে। বাংলাদেশের জনগণ এবং সাওল বাংলাদেশে চিকিৎসাসেবা নেওয়া মানুষ, সাওলের শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীদের জানান শুভেচ্ছা। সাওল হার্ট সেন্টারের চেয়ারম্যান মোহন রায়হান উদ্বোধনী বক্তব্য রাখেন। সাওলের উপদেষ্টা ও সাওল চিকিৎসায় হৃদরোগ থেকে সুস্থ থাকা সাবেক এমপি নূরুল ইসলাম মণি, সরকারের হেল্‌থ ইকোনমিক ইউনিটের ন্যাশনাল কনসালটেন্ট সাবেক সচিব আব্দুল হাকিম মজুমদার এবং রেডিয়্যান্ট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, হৃদরোগে আক্রান্ত হলে তাঁদের অপারেশনের পরামর্শ দেয়া হলেও তাঁরা অপারেশন না করে সাওল চিকিৎসাপদ্ধতিতে সম্পূর্ণ সুস্থ আছেন। সাওল চিকিৎসাপদ্ধতি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে তাঁরা বলেন, সাওল সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসায় আমরা নিজেরা ভাল হয়ে আরও বহু মানুষকে পাঠিয়েছি, নিয়ে এসেছি, তারাও ভাল আছেন। কবি মোহন রায়হান নিজে সাওল চিকিৎসায় হৃদরোগ মুক্ত হয়ে, দেশের মানুষকে বিনা কাটাছেঁড়ায় হৃদরোগ থেকে মুক্তি দেয়ার এক ব্যতিক্রমী আন্দোলন গড়ে তুলেছেন। যে কাজ রাষ্ট্রের সেই কাজ তিনি ব্যক্তি হিসেবে করে যাচ্ছেন। ডা. বিমল ছাজেড়ের ভিডিও বক্তব্য, ডা. ফারহান আহমেদ ইমনের প্রশ্নোত্তর, ডায়েটিশিয়ান সারাবান তহুরার খাদ্য নিয়ে আলোচনা, ইয়োগা এক্সপার্ট টিটু সালমান সেমিনারে বক্তব্য রাখেন। আগামী ১৯ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টায় ৩০১তম সেমিনার অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়
পরবর্তী নিবন্ধপেরেন্টস্‌ কেয়ার স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণ