পাট ও বস্ত্র এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ধর্মানুশীলন মানুষকে সুন্দরের পথে রাখে। সমাজে বর্তমানে যেসব অস্থিরতা বিরাজ করছে তার মূলে রয়েছে ধর্মহীনতা। সব ধর্মের মানুষ যদি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলে তাহলে সমাজ ও দেশ হয়ে উঠবে শান্তিময়। দেশ থেকে জঙ্গিবাদ, হানাহানি দূর করতে সঠিক ধর্ম চর্চার বিকল্প নেই।
তিনি গত ২৫ আগস্ট বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে এসব কথা বলেন। কেন্দ্র পরিদর্শন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি ঝুন্টু চৌধুরী, উপদেষ্টা শম্ভু দাশ, চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী, বাগীশিক দক্ষিণ জেলা সংসদের উপদেষ্টা দীপেন দাশগুপ্ত, অরুন কান্তি মল্লিক, সহ–সভাপতি পুলক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিশন দত্ত, পলাশ মজুমদার, রুবেল দাশ, শ্রীমৎ অজপানন্দ ব্রহ্মচারী, কিশোর চৌধুরী, সুজন মজুমদার, রনজিত দেব, দেবাশীষ ধর, বিমল দাশ, কাজল দাশ, সুজন চৌধুরী, মিটন দাশগুপ্ত, পলাশ দেব, দেবাশীষ ধর বাপন, এড. সঞ্জয় দে, জুয়েল দাশ, সুব্রত দাশ, রুপক কান্তি ঘোষ, উৎপল চৌধুরী, প্রদীপ কান্তি চৌধুরী, অপু কুমার দেব, বিমল কান্তি দাশ, সন্তোষ নাথ, বাবলু দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।