চন্দনাইশে নারিকেল গাছ থেকে পড়ে আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চন্দনাইশে নারিকেল গাছ থেকে পড়ে আহত হওয়ার ৬ দিন পর এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম মো. জাহেদুল ইসলাম (২২)। গত মঙ্গলবার দুপুর ১২টার সময় উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদ জানান, গ্রামের প্রবাসী মাহামুদুর রহমান প্রকাশ নুনু’র একমাত্র পুত্র সন্তান মো. জাহেদুল ইসলাম ছিলো খুবই ধার্মিক। ঘটনার দিনও জাহেদ ও তার অপর এক বন্ধু মসজিদ ও মসজিদ আঙ্গিনা পরিস্কারের কাজ করছিল। কাজ শেষে দুপুর ১২টার দিকে মসজিদের ঈমাম তাদের ২টি কোমল পানীয় এনে দেন। কিন্তু জাহেদ কোমল পানীয়র বদলে গাছ থেকে পেড়ে ডাবের পানি খাওয়ার কথা বলে মসজিদ প্রাঙ্গনে থাকা নারিকেল গাছে উঠে। ২/৩টি ডাব পাড়ার পর দুর্ঘটনাবশত সে ডালসহ নারিকেল গাছ থেকে নীচে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রবিবার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকালই বাদে আছর নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত জাহেদ পটিয়া সরকারি কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্র। বিষয়টি সম্পর্কে থানায় কেউ অবহিত করেননি বলে জানান চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তবে এব্যাপারে তিনি খবর নিবেন বলে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনাটকের দর্শক ও প্রাসঙ্গিক ভাবনা
পরবর্তী নিবন্ধজঙ্গিবাদ ও হানাহানি দূর করতে ধর্ম চর্চার বিকল্প নেই : এমপি নজরুল